ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত সাত

প্রকাশিত: ০৬:৪২, ২৪ জানুয়ারি ২০১৭

সড়ক দুর্ঘটনায় নিহত সাত

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় কটিয়াদীতে সাইকেল আরোহী, টাঙ্গাইলে মোটরসাইকেল আরোহী ও ট্রাক চালক, ভালুকায় শ্রমিক এবং সাতক্ষীরায় সাইকেল আরোহী, যশোরে দুই যুবক নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : কিশোরগঞ্জ ॥ কটিয়াদীতে বাস চাপায় আবু বাক্কার সিদ্দিক (৫৫) নামে সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের ডুয়াইগাঁও গ্রামের বাসিন্দা। সোমবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উজানচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে আবু বাক্কার নিজ গ্রাম ডুয়াইগাঁও থেকে সাইকেলে করে কটিয়াদী উপজেলায় আসছিলেন। উজানচর এলাকায় পৌঁছলে কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুরের দিকে কর্তব্যরত ডাক্তার তাঁর মৃত্যু নিশ্চিত করে। টাঙ্গাইল ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। সোমবার সকালে এবং দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সোমবার দুপুরে সদর উপজেলার ঘারিন্দায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, দুপুরে ঘারিন্দায় ট্রাক চাপায় মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। সংঘর্ষের ফলে ট্রাকটিতে আগুন ধরে যায়। অপরদিকে ঘাটাইলে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত হয়েছেন। সোমবার সকালে আঠারদানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম আব্দুর রাজ্জাক (৩২)। তিনি মধুপুর উপজেলার পোদ্দারবাড়ী গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে। পুলিশ জানায়, সকালে আঠারদানা এলাকায় ট্রাক থেকে ধানের বস্তা নামাচ্ছিল শ্রমিকরা। এ সময় মধুপুরগামী ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের চালকের মৃত্যু হয়। ভালুকা, ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাবাড়িতে সোমবার দুপুরে বাস, লরী ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ২৪ জন আহত হয়েছে। জানা যায়, ময়মনসিংহগামী ইমাম পরিবহনের যাত্রীবাহী বাস বিপরিত দিক থেকে আসা ইট ভর্তি লরীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, পরে ওই বাসটি অপর ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ত্রিশাল উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকার শ্রমিক ফয়সাল ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত ২৪ জনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাতক্ষীরা ॥ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাম কৃষ্ণ ম-ল (৫০) নামের সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাম কৃষ্ণ ম-ল বারুইবায়সা গ্রামের সন্তোষ কুমার ম-লের ছেলে। যশোর ॥ পৃথক দুর্ঘটনায় ২ যুবক নিহত হয়েছে। এ সময় দু’জন গুরুতর আহত হয়। আহতদের যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার রাত সাড়ে ১১টার দিকে যশোর শহরের ঘোপ বেলতলায় বাসের ধাক্কায় নুরুল ইসলাম (৩৮) নামে ইজিবাইক চালক নিহত হয়েছেন। তার বাড়ি শহরের বারান্দিপাড়া মাঠপাড়ায়। দূরপাল্লার পরিবহন ’এ কে ট্রাভেলস’-এর বাস ঢাকায় যাওয়ার পথে শহর সার্ভিস ইজিবাইকের পিছনে ধাক্কা দিলে চালক নুরুল ইসলাম ও যাত্রী ওয়াহিজ্জামান কচি গুরুতর আহত হন। এর আগে যশোরÑমাগুরা সড়কের ভাটার আমতলায় পরিবহনের ধাক্কায় মফজেল হোসেন (৫২) নিহত এবং কামরুল ইসলাম আহত হয়েছেন। নিহত মফজেল হোসেনের বাড়ি বাঘারপাড়া উপজেলার আজমপুর গ্রামে।
×