ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইউপি মেম্বারসহ তিন খুন ॥ দুই লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:৪২, ২৪ জানুয়ারি ২০১৭

ইউপি মেম্বারসহ তিন খুন ॥ দুই লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ নরসিংদীতে ইউপি মেম্বার, ভূঞাপুরে পোশাককর্মী ও তাড়াশে গৃহবধূ খুন হয়েছে। এছাড়া মির্জাপুরে গৃহবধূর অর্ধগলিত ও কেরানীগঞ্জে পা-বিহীন কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর : নরসিংদী ॥ রায়পুরা উপজেলার দুর্গম চর এলাকা অলিপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার মজিবুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাজনৈতিক প্রতিপক্ষরা এ ঘটনায় জড়িত বলে অভিযোগ করেছেন নিহতের স্ত্রী শাহেদা বেগম। পুলিশ বলছে, হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। পুলিশ নিহতের পারিবারিক সূত্রের বরাতে জানায়, রবিবার সন্ধ্যায় রায়পুরার তুলাতলি থেকে সস্ত্রীক বাড়ি ফিরছিলেন মজিবুর রহমান। পথিমধ্যে একদল দুর্বৃত্ত তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী শাহেদা বেগমও আহত হয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ভূঞাপুর, টাঙ্গাইল ॥ যমুনা নদী থেকে মাজেদা (২৩) নামে কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুুলিশ। মাজেদা উপজেলার জগতপুরা গ্রামের মারফত খানের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের আব্দুল ওহাব খানের ছেলে দলিল লেখক ইয়ামিন খান মাজেদাকে চাকরি দেয়ার প্রলোভনে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে গোপনে বিয়ে হয় তাদের। বিষয়টি জানাজানি হলে দুই সন্তানের জনক ইয়ামিনের পরিবারে কলহের সৃষ্টি। বাধ্য হয়ে মাজেদা চাকরির আশা ও সংসার ছেড়ে ঢাকায় গার্মেন্টসে কাজ নেয়। গত ২১ জানুয়ারি ইয়ামিন ফোন করে মাজেদাকে বাড়ি নিয়ে আসে। মাজেদা তার স্বামীর বাড়ি গেলে ঝগড়া বেধে যায়। রবিবার ইয়ামিন মাজেদাকে মারপিট করলে তার বাবার বাড়ি চলে আসে। ওই দিন সন্ধ্যায় ইয়ামিন পুনরায় মাজেদাকে নিয়ে যায়। তারপর থেকে মাজেদার কোন সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে উপজেলার জগতপুরা গ্রামের পশ্চিম পাশে যমুনা নদীতীরে মাজেদার লাশ দেখে এলাকাবাসী পুলিশে সংবাদ দেয়। পরে ভূঞাপুর থানা পুলিশ মাজেদার লাশ উদ্ধার করে। মাজেদার মা হনুফা বেগম জানান, আমার মেয়েকে চাকরির আশা দিয়ে খুন করল শয়তান ইয়ামিন। আমার মেয়ে খুনের বিচার চাই। সিরাজগঞ্জ ॥ যৌতুকের জন্য তাড়াশের হামকুড়িয়া গ্রামে শারমিন খাতুন (২২) নামে গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। সোমবার বেলা ১১টায় চরহামকুড়িয়া গ্রাম থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। সে তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের চরহামকুড়িয়া গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চার মাস পূর্বে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার রানী গ্রামের সাইদুর রহমানের মেয়ে শারমিন খাতুনের সঙ্গে বিয়ে হয় জহুরুল ইসলামের। বিয়ের পর থেকে জহুরুল যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন চালিয়ে আসছিল। এরই জের ধরে রবিবার রাতে শারমিনকে পিটিয়ে হত্যা করে মৃতদেহটি ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে স্বামী পালিয়ে যায়। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মির্জাপুর ॥ নিখোঁজের ১০ দিন পর রহিমা বেগম (৫৫) নামে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জামুর্কী ইউনিয়নের সাটিয়াচড়া গ্রামে নিজ বাড়ির পায়খানার কুয়া থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানা গেছে। পুলিশ জানায়, সাটিয়াচড়া গ্রামের লিয়াকত আলীর স্ত্রী রহিমা বেগম ১০ দিন আগে নিখোঁজ হন। এ বিষয়ে তার ছেলে ওয়াসিম মিয়া মির্জাপুর থানায় জিডিও করেন। সোমবার সকালে রহিমা বেগমের মেয়ে চায়না বেগম পায়খানার কুয়ার কাছে লাকড়ি আনতে যান। এ সময় কুয়ার ভেতরে ফুলে ওঠা লাশ দেখতে পান। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ কুয়া থেকে লাশটি উদ্ধার করে। জামুর্কী ইউনিয়নের মেম্বার সেলিম মিয়া ও রহিমা বেগমের নাতি রকি মিয়া জানান, রহিমা বেগমের ছোট ছেলে ওয়াসিমকে কাতার পাঠানোর পর সে গত কয়েক মাস আগে ফেরত আসে। এ বিষয়ে একই এলাকার আদম ব্যবসায়ী আলমের সঙ্গে বিরোধ চলছিল। বিদেশ পাঠানোর টাকা ফেরত চাওয়া নিয়ে রহিমা বেগমের সঙ্গে আদম ব্যবসায়ী আলমের স্ত্রীর মারামারির ঘটনাও ঘটে। এ ঘটনায় আদালতে মামলাও হয়েছে বলে জানা গেছে। কেরানীগঞ্জ ॥ বুড়িগঙ্গা নদী থেকে রবিবার গভীর রাতে বাম পা বিচ্ছিন্ন অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও নিহতের ডান পা ও ডান হাতের হাড় একাধিক স্থানে ভাঙ্গা রয়েছে। ধারণা করা হচ্ছে, নির্মম নির্যাতন করে ওই কিশোরকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া হয়েছে। পুলিশ জানায়, অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। বয়স আনুমানিক ১৭ বছর। পরনে কোন জামাকাপড় ছিল না। বাম পাটি শরীর থেকে কেটে ফেলা হয়েছে। এছাড়া ডান পা ও ডান হাতের বিভিন্ন স্থান ভাঙ্গা রয়েছে।
×