ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে ব্যবসায়ীদের আল্টিমেটাম

প্রকাশিত: ০৬:৪১, ২৪ জানুয়ারি ২০১৭

খাগড়াছড়িতে ব্যবসায়ীদের আল্টিমেটাম

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ চাঁদার দাবিতে মালবোঝাই দুই ট্রাকে আগুন, দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত, পাঁচটি পিকনিকের গাড়ি লুটের ঘটনায় খাগড়াছড়ির মহালড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রতিবাদে মহালছড়ির ব্যবসায়ীরা আধাবেলা ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করে সন্ত্রাসীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। যানবাহন চলাচল বন্ধ রয়েছে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কে। সোমবার ভোর পৌনে ৫টার দিকে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের বেতছড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে দুটি মালবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে ব্যবসায়ী ও চালকদের গাড়ি থেকে নামিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় কক্সবাজার থেকে ফেরার পথে খাগড়াছড়ির পাঁচটি পিকনিকের গাড়িতে সন্ত্রাসীরা হানা দিয়ে নগদ টাকা ও মোবাইল কেড়ে নেয়। এ সময় সন্ত্রাসীরা দুই ব্যবসায়ী সত্য কুমার দাশ ও আব্দুল মুন্সীকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী, সেনাবাহিনী ও পুলিশ দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে খাগড়াছড়ির মহালছড়ির ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বিক্ষোভে ফেটে পড়ে। তারা এ ঘটনার জন্য আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দায়ী করে। সন্ত্রাসীদের গ্রেফতারে মহালছড়ির ব্যবসায়ীরা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনিল কান্তি দাশ জানান এ ঘটনায় ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
×