ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে দুই অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৬:৪০, ২৪ জানুয়ারি ২০১৭

মাদারীপুরে দুই অগ্নিকাণ্ড

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৩ জানুয়ারি ॥ মাদারীপুরের সদর ও শিবচরে পৃথক দু’টি অগ্নিকা-ে পুড়ে গেছে ২৫ ব্যবসা প্রতিষ্ঠান-ঘরবাড়ি। এর মধ্যে ১৬ দোকান ও ৯ ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে। অগ্নিকা-ে প্রায় সাড়ে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। সোমবার ভোর পাঁচটার দিকে সদর উপজেলার মস্তফাপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হন। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে বাজারে অবস্থিত দোকানগুলোর মধ্যে সারের দোকান ও গুদাম, কসমেটিকস, জুয়েলারি দোকান, জুতা-স্যান্ডেল ও হার্ডওয়্যারের দোকানসহ ১৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এ সকল দোকানে থাকা মালামাল অনুযায়ী প্রায় সোয়া ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। এদিকে সোমবার দুপুরে শিবচর উপজেলার নিলখি ইউনিয়নে বাগমারা গ্রামের আতিয়ার শিকদারের বাড়িতে অগ্নিকা-ে ৪ বসত ঘরসহ ৯ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকা-ে প্রায় ২৫ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। নিলখি’র বাগমারা বাজার সমিতির সভাপতি শাহআলম মিয়া ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে শিবচর উপজেলার নিলখি ইউনিয়নে বাগমারা গ্রামের আতিয়ার শিকদারের বাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকা-ে আতিয়ার শিকদার, মজিবর শিকদার, মিজানুর রহমান শিকদার ও রেজাউল শিকদারের ৪ বসত ঘর ৫ রান্না ঘরসহ ৯ ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
×