ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এআইইউবিতে স্প্রিং সেমিস্টার ২০১৬-২০১৭’র সাধারণসভা

প্রকাশিত: ০৬:৩৯, ২৪ জানুয়ারি ২০১৭

এআইইউবিতে স্প্রিং সেমিস্টার ২০১৬-২০১৭’র সাধারণসভা

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) স্প্রিং সেমিস্টার ২০১৬-২০১৭ পরিচালনার দিকনির্দেশনাকল্পে শিক্ষক ও কর্মকতাদের অংশগ্রহণে শনিবার এক সাধারণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এআইইউবির ভাইস চ্যান্সেলর ড. কারমেন জেড ল্যামাগনা। সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাদের এআইইউবির ভবিষ্যত একাডেমিক কর্মসূচী, একাডেমিক ক্যালেন্ডার, পাঠদান পদ্ধতি ও কোর্সের গঠন, পরীক্ষা ও ফল প্রকাশের পদ্ধতি ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করা হয়। প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট ও ট্রেজারার ড. হাসানুল এ হাসান সভায় বক্তব্য রাখেন। তিনি আসন্ন সেমিস্টার সুচারুরূপে পরিচালনা এবং ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব¡ আরোপ করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের একাডেমিক চাহিদা পূরণে প্রয়োজনীয় সহযোগিতাদানের জন্য শিক্ষকদের প্রতি নির্দেশ প্রদান করেন। এছাড়া গত ১৮ জানুয়ারি স্প্রিং সেমিস্টার ২০১৬-২০১৭’র বিভিন্ন অনুষদের নবাগত স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের ছাত্রছাত্রী এবং যোগাদানকারী নবাগত শিক্ষকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এআইইউবি ব্যবসায় অনুষদ ভবনে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন প্রোগ্রামে অনুসন্ধিৎসু ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি মানতে নারাজ কলম্বিয়ার রাজধানী বোগোটায় সান্তামারিয়া বুলরিংয়ের বাইরে রবিবার পশু অধিকারকর্মীরা ষাঁড় লড়াইয়ের বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং তা নিষিদ্ধের দাবি জানান। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। চারবছর ষাঁড় লড়াই বন্ধ থাকার পর সাংবিধানিক আদালতের নির্দেশে এদিন এই খেলা শুরু হয় -এএফপি পায়রা প্রদর্শনী ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চল ব্ল্যাকপুলে উইন্টার গার্ডেন্সে দুই দিনব্যাপী বার্ষিক ‘ব্রিটিশ হোমিং ওয়ার্ল্ড শো অব দ্য ইয়ারে’ বিক্রির জন্য বিভিন্ন প্রজাতির পায়রা রাখা হয়েছে। রয়েল পিজিয়ন রেসিং এ্যাসোসিয়েশনের উদ্যোগে এই পায়রা প্রদর্শনীতে ব্রিটেনের পায়রাপ্রেমীদের সবচেয়ে বড় সমাবেশ ঘটে -এএফপি
×