ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের টেক্সটাইল শিক্ষা নিয়ে কাজ করতে আগ্রহী জার্মানি

প্রকাশিত: ০৬:৩৮, ২৪ জানুয়ারি ২০১৭

বাংলাদেশের টেক্সটাইল শিক্ষা নিয়ে কাজ করতে আগ্রহী জার্মানি

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সঙ্গে জার্মান-বাংলাদেশ হায়ার এডুকেশন নেটওয়ার্ক অন সাসটেন্যাবল টেক্সটাইল প্রোগ্রাম কোঅর্ডিনেটর, ক্রিশ্চিয়ান ভন মিজলাফ সোমবার তার দফতরে সৌজন্য সাক্ষাত করেন। মিজলাফ ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করেন, জিআইজেডের মাধ্যমে জার্মান সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে এদেশের টেক্সটাইল এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে কাজ করতে আগ্রহী। অনুষ্ঠানে তারা বাংলাদেশ এবং জার্মানির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে একাডেমিক এবং গবেষণা সহযোগিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন উচ্চশিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং আন্তর্জাতিকীকরণের জন্য দাতাদেশসমূহের সহযোগিতাকে স্বাগত জানায়। তিনি আরও বলেন, দেশের দক্ষ মানবসম্পদের চাহিদা পূরণে টেক্সটাইলের টিচিং এবং লার্নিং প্রক্রিয়াকে আধুনিকীকরণ করতে হবে। প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, সদস্য, ইউজিসি, প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলি, সদস্য, ইউজিসি, ড. মোঃ খালেদ, সচিব, ইউজিসি, আবদুল্লাহ আল হাসান চৌধুরী, অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়, ড. মোঃ ফখরুল ইসলাম, যুগ্ম-সচিব, ইউজিসি এবং রফিক আহমেদ সিদ্দিক, ডেপুটি চীফ, শিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি ইস্টওয়েস্ট ভার্সিটিতে নতুন ধারার গণমাধ্যমের বিকাশ বিষয়ে জাতীয় সম্মেলন ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের আয়োজনে শনিবার রাজধানীর আফতাবনগরে ‘নিউ মিডিয়া এ্যান্ড আইডেন্টিটি ফরমেশন’ শীর্ষক দিনব্যাপী জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সমসাময়িক প্রেক্ষাপটে প্রথাগত গণমাধ্যমের বাইরে নতুন বা বিকল্পধারার গণমাধ্যমের বিকাশ ও ক্রমবর্ধমান প্রভাব আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় পরিচয় গঠনে ও সাংস্কৃতিক অবকাঠামো নির্মাণে কি ধরনের ভূমিকা রাখছে তা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের সদস্য ড. মোহাম্মদ ফরাসউদ্দিন সম্মেলনে প্রধান অতিথি হিসাবে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও ট্রাস্টি বোর্ডের সদস্য ড. রফিকুল হুদা চৌধুরী সম্মানীয় অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যান জহুর আহমেদের সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. ফখরুল আলম। দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত গবেষক, শিক্ষক, ছাত্রছাত্রী সম্মেলনে অংশগ্রহণ ও গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। -বিজ্ঞপ্তি
×