ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইইউবিতে শেষ হলো ব্ল্যাক হর্স এক্সট্রিম এক্সপ্লোরার ক্যাম্পেন

প্রকাশিত: ০৬:৩৭, ২৪ জানুয়ারি ২০১৭

আইইউবিতে শেষ হলো ব্ল্যাক হর্স এক্সট্রিম এক্সপ্লোরার ক্যাম্পেন

গ্লোব ফার্মাসিউটিক্যালস্ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান গ্লোব সফট্ ড্রিংক্স লিঃ এবং এএসটি বেভারেজ লিঃ-এর সফট্ ড্রিংক ব্র্যান্ড ব্ল্যাক হর্স তরুণদের চাহিদা অনুযায়ী প্রায়ই বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ব্ল্যাক হর্স প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে আসে “ব্ল্যাক হর্স এক্সট্রিম এক্সপ্লোরার-স্কাই ডাইভিং” ভার্চুয়াল ক্যাম্পেন। এতে অংশ নেয় ৫০ বিশ্ববিদ্যালয় ও কলেজের হাজার হাজার স্টুডেন্ট। অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাইপর্বের মাধ্যমে ২৫০ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় ব্ল্যাক হর্স এক্সট্রিম এক্সপ্লোরার গ্র্যান্ড ফিনালে এবং সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী সেরা ৫ জনকে বিজয়ী নির্বাচিত করা হয় । এই সেরা ৫ জনকে সত্যিকারের রোমাঞ্চকর স্কাই ডাইভিংয়ের জন্য নিয়ে যাওয়া হবে থাইল্যান্ডের পাতায়াতে। এই উদ্দেশ্যে ব্ল্যাক হর্স ঢাকার বিভিন্ন প্রাইভেট ও পাবলিক বিশ^বিদ্যালয় ও কলেজে ভার্চুয়াল স্কাই ডাইভিং প্রতিযোগিতার মাধ্যমে শুরু করেছিল বাছাই পর্ব। এতে ব্যবহার করা হয়েছিলো সর্বাধুনিক ভার্চুয়াল রিয়্যালিটি (ভিআর) গেমিং টেকনলজি অকুলাস রিফ্ট, যার মাধ্যমে তরুণ-তরুণীরা ভার্চুয়াল স্কাই ডাইভিংয়ের মাধ্যমে পয়েন্ট অর্জন করে থাকে। গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের মধ্য থেকে সর্বাধিক পয়েন্টের ভিত্তিতে সেরা ৫জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। গত ১৯ জানুয়ারি আইইউবি সেন্টার কোর্টে ব্ল্যাক হর্স এক্সট্রিম এক্সপ্লোরার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সামির আল রশিদ, গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিঃ-এর ডিরেক্টর (কর্পোরেশন) অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ঢাকা-পাতায়া-ঢাকার এয়ার টিকেট এবং উইনার ট্রফি হস্তান্তর করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর এম ওমর রহমান। বিশেষ অতিথি ছিলেন সামির আল রশিদ, ডিরেক্টর কর্পোরেশন, গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিঃ এবং প্রফেসর ড. সারওয়ার উদ্দিন আহমেদ ডিন (স্কুল অব বিজনেস),আইইউবি। এছাড়া উপস্থিত ছিলেন গ্লোব সফট্ ড্রিংক্স লিঃ ও এএসটি বেভারেজ লিঃ’র কর্মকর্তাসহ সকল অংশগ্রগণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। -বিজ্ঞপ্তি
×