ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যাটে-বলে বাংলাদেশের সেরা সাকিব

প্রকাশিত: ০৬:৩৫, ২৪ জানুয়ারি ২০১৭

ব্যাটে-বলে বাংলাদেশের সেরা সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ বিভীষিকাময় এক টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ। এই সিরিজে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল ইনজুরি। প্রতিপক্ষের তালিকায় বৈরী আবহাওয়া, অচেনা পরিবেশের পর তৃতীয় স্থানেই নামটা আসে মাঠের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের। এত প্রতিকূলতার মধ্যে দিয়ে বিদেশের মাটিতে দীর্ঘদিন পর টেস্ট সিরিজ খেলতে নেমে চরম বিপর্যস্ত হয়েছে বাংলাদেশ দল। ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে শূন্য হাতেই ফিরতে হচ্ছে। তবে এর মধ্যে ছিল কিছু ব্যক্তিগত অর্জনও। সেই অর্জনে সবচেয়ে উজ্জ্বল ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ব্যাট ও বল হাতে দেশের সেরা পারফর্মার। সার্বিক নৈপুণ্যে নিউজিল্যান্ডের ক্রিকেটাররাই এগিয়ে। তবে ব্যাটিংয়ে সাকিব দুই নম্বরে আর বোলিংয়ে তিনি চার নম্বরে। কিন্তু ব্যাটে-বলে এগিয়ে স্বাগতিকরা। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। সেটি ছিল নিউজিল্যান্ডের মাটিতে সেরা এবং বিদেশের মাটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। ওই ম্যাচে চতুর্থ উইকেটে ৩৫৯ রানের জুটি গড়ে পার্টনারশিপের অনেক রেকর্ড সৃষ্টি করে বাংলাদেশ দল। দেশের টেস্ট ইতিহাসে যেকোন উইকেট জুটির সেরা ছিল সেটা। অধিনায়ক মুশফিকুর রহীম সেঞ্চুরি হাঁকান ও সাকিব দেশের পক্ষে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে করেন ডাবল সেঞ্চুরি। ২১৭ রান করে তিনি দেশের পক্ষে টেস্টে সর্বাধিক ব্যক্তিগত ইনিংসের মালিক হয়ে যান। এছাড়া একদিনে ডাবল সেঞ্চুরি হাঁকানোর অনন্য নজিরও গড়েন বাংলাদেশের পক্ষে। বিশ্বের ৪১তম ব্যাটসম্যান হিসেবে ওই নজির গড়েন তিনি। ব্যাটে-বলে দুই টেস্টের এই বিপর্যস্ত সিরিজে একমাত্র আলোকবর্তিকা হয়ে জ্বলেছেন সাকিবই। বাকিরা ছিলেন ব্যর্থ। এর সঙ্গে যোগ হয় প্রথম টেস্টে ইনজুরিতে পড়া মুশফিক, ইমরুল ও মুমিনুলের দ্বিতীয় টেস্টে বাদ পড়া। এ কারণে দলীয় নৈপুণ্যে দ্বিতীয় টেস্টে আরও বিপর্যস্ত ছিল বাংলাদেশ। আর সেই সুযোগে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ও বোলাররা দেখিয়েছেন দুর্দান্ত নৈপুণ্য। ব্যাটিংয়ে কিউই তরুণ ওপেনার টম লাথাম এবং বোলিংয়ে পেসার ট্রেন্ট বোল্ট এগিয়ে। ব্যাটিংয়ে সেরা ৫ ব্যাটসম্যান ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০ টম লাথাম ৪ ৩০২ ১৭৭ ১০০.৬৬ ১/১ সাকিব আল হাসান ৪ ২৮৪ ২১৭ ৭১.০০ ১/১ রস টেইলর ৩ ১৭৭ ৭৭ ৫৯.০০ ০/২ মুশফিকুর রহীম ২ ১৭২ ১৫৯ ১৭২.০০ ১/০ কেন উইলিয়ামাসন ৩ ১৫৯ ১০৪* ৭৯.৫০ ১/১ বোলিংয়ে সেরা ৫ বোলার ওভার রান উইকেট সেরা গড় ট্রেন্ট বোল্ট ৮৮.৫ ৩২৩ ১২ ৪/৮৭ ২৬.৯১ টিম সাউদি ৮৮.২ ৩৩৪ ১১ ৫/৯৪ ৩০.৩৬ নিল ওয়াগনার ৮৯.০ ২৭৬ ১০ ৪/১৫১ ২৭.৬০ সাকিব আল হাসান ৫৩.৪ ১৮৬ ৬ ৪/৫০ ৩১.০০ কামরুল ইসলাম রাব্বি ৫৫.০ ২১৭ ৬ ৩/৮৭ ৩৬.১৬
×