ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টি২০ দলে মিশ্র-রাসুল

প্রকাশিত: ০৬:৩৪, ২৪ জানুয়ারি ২০১৭

টি২০ দলে মিশ্র-রাসুল

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে ইংল্যান্ডের সঙ্গে আসন্ন তিন ম্যাচের টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। বিশ্রাম দেয়া হয়েছে বড় দুই তারকা রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। অন্যতম সফল দুই স্পিনারের পরিবর্তে লেগস্পিনার অমিত মিশ্র এবং জম্মু ও কাশ্মীরের অলরাউন্ডার পারভেজ রসুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত অশ্বিন-জাদেজার ঘূর্ণির ওপর ভর করেই পাঁচ টেস্টের সিরিজ ৪-০ তে জিতেছিল বিরাট কোহলির দল। তখনই সংক্ষিপ্ত ফরমেটে তাদের বিশ্রাম দেয়ার প্রসঙ্গ উঠেছিল। কিন্তু ভারতীয় নির্বাচকরা ওয়ানডেতে সেই ঝুঁকি নেননি। তিন ম্যাচে দু-জনে মিলে নিয়েছেন ৭ উইকেট। ২-১ এ ওয়ানডে জিতেছে ভারত। বৃহস্পতিবার কানপুরে প্রথম টি২০। ইংল্যান্ড সিরিজের আগে ঘরের মটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মিশ্র শেষ ওয়ানডে খেলেছিলেন। প্রতিভাবান এই লেগস্পিনার ওই পাঁচ ওয়ানডের সিরিজে শেষ ম্যাচে ৫ উইকেটসহ নিয়েছিলেন ১৫ উইকেট। অন্যদিকে, ভারতের হয়ে মাত্র একটি ওয়ানডে খেলেছেন পারভেজ রসুল, ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে। ভারত টি২০ দল ॥ বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি, লোকেশ রাহুল, মানদ্বীপ সিং, যুবরাজ সিং, সুরেশ রায়না, ঋষভ পন্থ, হারদিক পান্ডিয়া, অমিত মিশ্র, পারভেজ রাসুল যুভেদ্র চাহাল, মানিশ পান্ডে, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, আশিষ নেহরা। এ্যালান বোর্ডার মেডেল পেলেন ওয়ার্নার ব্যাট হাতে দুরন্ত মৌসুম কাটানোর স্বীকৃতি পেলেন ডেভিড ওয়ার্নার। টানা দ্বিতীয়বারে মতো ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বর্ষসেরা ‘এ্যালান বোর্ডার মেডেল’ জিতে নিলেন ৩০ বছর বয়সী তুখোড় উলোবাজ। সোমবার সিডনিতে জমকালো অনুষ্ঠানে সেরাদের হাতে পুরস্কার তুলে দেয় সিএ। বর্ষসেরার দৌড়ে অধিনায়ক স্টিভেন স্মিথকে পেছনে ফেলেন ওয়ার্নার। মাত্র চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে টানা দুই বছর (২০১৬, ২০১৭) এমন কীর্তি গড়লেন তিনি। আগের তিনজন হলেন- রিকি পন্টিং, শেন ওয়াটসন ও মাইকেল ক্লার্ক। এছাড়া ২০১৬-এর জানুয়ারি থেকে এ বছর জানুয়ারি পর্যন্ত পারফর্মেন্সের বিচারে বর্ষসেরা টেস্ট খেলোয়াড় হয়েছেন পেসার মিচেল স্টর্ক। টি২০তে ওয়াটসন, সেরা উদীয়মান হিল্টন কার্টওয়েট, বর্ষসেরা প্রমীলা ক্রিকেটারের পুরস্কার গেছে মেগ ল্যানিংয়ের দখলে।
×