ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইংলিশ প্রিমিয়ার লীগ, বহিষ্কারের পর ক্ষমাপ্রার্থনা গানার্স কোচ ওয়েঙ্গারের, সাউদাম্পটন ৩-০ লিচেস্টার সিটি, আর্সেনাল ২-১ বার্নলি, চেলসি ২-০ হাল সিটি

চেলসি-আর্সেনালের জয়, হার লিচেস্টারের

প্রকাশিত: ০৬:৩৩, ২৪ জানুয়ারি ২০১৭

চেলসি-আর্সেনালের জয়, হার লিচেস্টারের

স্পোর্টস রিপোর্টার ॥ হাল সিটিকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে শীর্ষস্থান আরও মজবুত করেছে চেলসি। রবিবার রাতে লন্ডনের স্টামফোর্ড ব্রিজে ব্লুজদের হয়ে গোল করেন দিয়াগো কোস্তা ও গ্যারি কাহিল। আরেক ম্যাচে নাটকীয় জয় পেয়েছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে গানার্সরা ২-১ গোলে হারিয়েছে অতিথি বার্নলিকে। নির্ধারিত সময়ের ৫৯ মিনিটে স্কোড্রান মুস্টাফির গোলে জয়ের পথেই এগুচ্ছিল আর্সেনাল। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্নলিকে সমতায় ফেরান আন্ড্রে গ্যারে। এ সময় সবাই ধরেই নিয়েছিলেন ড্র নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে আর্সেন ওয়েঙ্গারের দলকে। কিন্তু না, বিস্ময়ের যে তখনও বাকি। ম্যাচের শেষ মিনিটে (৯৮ মিনিট) স্পট কিক থেকে গোল করে আর্সেনালকে অসাধারণ জয় উপহার দেন চিলির তারকা এ্যালেক্সিস সানচেজ। আসরের বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির ভরাডুবি অব্যাহত আছে। সাউদাম্পটনের মাঠে ক্লাউডিও রানিয়েরির দল হেরেছে ৩-০ গোলে। বর্তমানে ২২ ম্যাচ শেষে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে চেলসি। ৪৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্সেনাল। তিন নম্বরে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৪৬। ৪৫ পয়েন্ট নিয়ে লিভারপুর চার নম্বরে ও পাঁচে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৩। ঘরের মাঠে শুরু থেকেই হাল সিটির রক্ষণে চাপ ধরে রাখে চেলসি। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না ব্লুজরা। ৪২ মিনিটে দিয়াগো কোস্তা বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৭ মিনিট) কোস্তার গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা। ডান দিক থেকে ভিক্টর মোজেসের ক্রস হাল সিটির ডিফেন্ডারদের বোকা বানিয়ে চলে যায় কোস্তার কাছে। দারুণ প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ ফরোয়ার্ড। চলমান লীগে এটি কোস্তার ১৫ নম্বর গোল। আর্সেনালের এ্যালেক্সি সানচেসের সঙ্গে যৌথভাবে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন তিনি। বিরতির পর ৮১ মিনিটে কাহিলের গোলে জয় নিশ্চিত হয় চেলসির। চেস ফেব্রিগাসের নেয়া ফ্রিকিক থেকে হেডে গোলটি করেন তিনি। ঘরের মাঠে ঘটনাবহুল ম্যাচ জিতে স্বস্তির হাওয়া বইছে আর্সেনাল শিবিরে। কেননা ম্যাচে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। এই সুযোগে বার্নলি চাপ সৃষ্টি করে খেলতে থাকে। ম্যাচের শেষ দিকে চরম উত্তেজনার মাঝে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার বহিষ্কারও হন। শেষ পর্যন্ত সানচেজের নৈপুণ্যে জিতেছে আর্সেনাল। আর ম্যাচ শেষে নিজের কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন ওয়েঙ্গার। ম্যাচের প্রথমার্ধে কোন গোল হয়নি। বিরতির পর ৫৯ মিনিটে প্রতিরোধ ভাঙ্গে অতিথিদের। মেসুত ওজিলের কর্নার থেকে হেডে বল জালে পাঠান জার্মানির স্কোড্রান মুস্টাফি। গত অগাস্টে ভ্যালেন্সিয়া থেকে আসা ডিফেন্ডার মুস্টাফির এটাই আর্সেনালের হয়ে প্রথম গোল। কিছুক্ষণ পরই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। ৬৫ মিনিটে বেলজিয়ামের মিডফিল্ডার স্টেভেন ডেফোরকে মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্সেনালের গ্রানিট জাকা। এ নিয়ে শেষ তিন মৌসুমে মোট নয়বার লালকার্ড দেখলেন সুইস এই মিডফিল্ডার। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্নলিকে সমতায় ফেরান আন্ড্রে গ্যারে। যোগ করা সময়ের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে গোলেই জয় নিশ্চিত করেন সানচেজ। এই গোলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে গানার্সরা।
×