ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘এমএসএন’ চমকে সহজ জয় বার্সিলোনার

প্রকাশিত: ০৬:৩২, ২৪ জানুয়ারি ২০১৭

‘এমএসএন’ চমকে সহজ জয় বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ বেশ কিছুদিন ধরেই মন্দা সময় যাচ্ছিল বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ী লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারের। মাঝে মধ্যে বিক্ষিপ্ত ব্যক্তিগত পারফর্মেন্স থাকলেও একসঙ্গে জ্বলে উঠতে পারছিলেন না তারা। অবশেষে আবারও স্বরূপে ফিরেছেন এ ত্রয়ী। রবিবার রাতেই যেমন স্প্যানিশ লা লিগার ম্যাচে একসঙ্গে জ্বলে উঠেন তারা। আর তাতেই এইবার ঘরের মাঠে ৪-০ গোলে উড়ে গেছে অতিথি বার্সার কাছে। কাতালানদের সহজ জয়ে একটি করে গোল করেন মেসি, সুয়ারেজ ও নেইমার। আরেকটি গোলও করেন সুয়ারেজ। তবে তিনি উরুগুইয়ান তারকা নন, ম্যাচের ১০ মিনিটে ইনজুরিতে বাইরে চলে যাওয়া সার্জিও বসকুয়েটসের বদলি হিসেবে নামা স্প্যানিশ মিডফিল্ডার ডেনিস সুয়ারেজ। দুরন্ত যাত্রা অব্যাহত রেখেছে সেভিয়াও। এবার তারা এ্যাওয়ে ম্যাচে ওসাসুনাকে ৪-৩ গোলে হারিয়েছে। এই জয়ে পয়েন্ট তালিকায় বার্সার উপরে দুই নম্বরেই আছে তারা। অন্যদিকে আরেকবার হোঁচট খেয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। এ্যাওয়ে ম্যাচে এ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে দিয়াগো সিমিওনের দল। বর্তমানে ১৯ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সেভিয়া। ৪১ পয়েন্ট নিয়ে তিনে বার্সিলোনা। ৩৫ পয়েন্ট নিয়ে এ্যাটলেটিকোর অবস্থান চারে। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে সবার উপরে রিয়াল মাদ্রিদই। কয়েক বছর ধরেই লা লিগার সর্বোচ্চ গোলদাতার লড়াইটা চলে এ সময়ের সেরা দুই খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে। কিন্তু এবারের মৌসুমে দেখা যাচ্ছে ভিন্ন দৃশ্য। লড়াইটা নিজেদের মধ্যেই চালাচ্ছেন বার্সিলোনার দুই তারকা মেসি ও সুয়ারেজ। লা লিগায় বার্সার সর্বশেষ ম্যাচেও লক্ষ্যভেদ করেছেন তারা। এখন পর্যন্ত মেসি ও সুয়ারেজ দুই জনেই করেছেন ১৫টি করে গোল। ১২ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন রোনাল্ডো। ম্যাচের শুরু থেকেই স্বাগতিক এইবারের দুর্গে আক্রমণের ঢেউ বইয়ে দিতে থাকে বার্সা। তবে প্রথম আধাঘণ্টা গোল পায়নি তারা। ৩১ মিনিটে অতিথিদের এগিয়ে নেন ডেনিস সুয়ারেজ। মেসির শট ফিরে আসে এইবারের এক ডিফেন্ডারের গায়ে লেগে। ফিরতি বল নিখুঁত শটে জালে জড়িয়ে দেন ডেনিস সুয়ারেজ। প্রথমার্ধে আর কোন গোলের দেখা পায়নি বার্সা। বিরতির পর একসঙ্গে জ্বলে ওঠেন তিন তারকা মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। ৫০ মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করেন মেসি। ৬৮ মিনিটে সুয়ারেজ নিজেই করেন বার্সিলোনার পক্ষে তৃতীয় গোল। এজন্য অবশ্য সহায়তা নিতে হয়নি উরুগুয়েন তারকাকে। এইবারের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে একক দক্ষতায় বল জালে জড়ান তিনি। খেলা শেষ হওয়ার আগমুহূর্তে গোলের দেখা পান নেইমার। এ্যালেক্সিস ভিদালের কাছ থেকে গোলপোস্টের সামনে বল পান ব্রাজিলিয়ান তারকা। এরপর প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন। দলের এই জয়কে ইতিবাচক হিসেবে দেখছেন বার্সা কোচ লুইস এনরিকে। ম্যাচ শেষে তিনি বলেন, এমন ইতিবাচক ফলের মানে হচ্ছে দলের সবকিছুই ঠিকঠাক চলছে। তবে আমরা এখনও আমাদের লক্ষ্য থেকে অনেক দূরে আছি। সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। অন্য ম্যাচটি ছিল সাত গোলের ‘থ্রিলার’। লীগের পয়েন্ট তালিকার তলানিতে থাকা ওসাসুনার বিপক্ষে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়া জিতেছে ৪-৩ গোলে। সেভিয়ার হয়ে অধিনায়ক ইবোরা করেন জোড়া গোল। একটি করে গোল করেন ভারকুয়েজ ও সারাবিয়া। এদিকে আগের দিন সার্জিও রামোস জাদুতে জয় পাওয়ার পর রিয়াল কোচ জিনেদিন জিদান সমর্থকদের আরও সমর্থন চেয়েছেন। তিনি বলেন, আমি সব সময় বলি, সান্টিয়াগো বার্নাব্যুর আচরণ আপনি পাল্টাতে পারবেন না। সেদিন মার্সেলোও বলেছে, সব কিংবদন্তিকেই কখনও না কখনও দুয়ো শুনতে হয়েছে এখানে। দলের জেগে ওঠায় এটা দরকার হয়। তবে মাঝেমধ্যে তাদের সমর্থনটাও প্রয়োজন। মাটিতে যখন পড়ে আছি, তখন আরেকটা লাথি মারা তো ঠিক না। জিদান বলেন, কঠিন সময়ে সমর্থকদের সাহায্য দরকার হয়। আমি সমালোচনা করব না, কারণ তারা নিজেদের পয়সা খরচ করেই খেলা দেখতে আসে। কিন্তু এত চোট-সমস্যার পর খেলোয়াড়দের ভালবাসা দরকার হয়।
×