ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শীর্ষস্থান ফিরে পেলেন সেরেনা

প্রকাশিত: ০৬:৩০, ২৪ জানুয়ারি ২০১৭

শীর্ষস্থান ফিরে পেলেন সেরেনা

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্ত গতিতে ছুটছেন সেরেনা উইলিয়ামস। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের শেষ আটে পৌঁছানোর মাধ্যমে আবারও বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটা নিজের করে নিয়েছেন মার্কিন কন্যা সেরেনা উইলিয়ামস। এবারের আসরে অঘটন যেন পিছুই ছাড়ছেই না টেনিস তারকাদের। এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, ক্যারোলিন ওজনিয়াকি এবং ইউজেনি বাউচার্ডের বিদায়ের পর রবিবার বিদায় নিয়েছেন মহিলাদের শীর্ষ র‌্যাঙ্কধারী এ্যাঞ্জেলিক কারবারও। আর এই সুযোগে এখন পর্যন্ত একটি সেটও না হেরে শেষ আটে জায়গা করে নেয়া সেরেনা আবারও তার হারানো সাম্রাজ্য ফিরে পেয়েছেন। সোমবার অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের ম্যাচে চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রাইকোভাকে হারান তিনি। এদিন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সেরেনা উইলিয়ামস ৭-৫ এবং ৬-৪ গেমের সরাসরি সেটে প্রতিপক্ষকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেন। শেষ আটে তার প্রতিপক্ষ এখন ব্রিটেনের প্রতিভাবান খেলোয়াড় জোহানা কন্টে। প্রচ- গরমে সেরেনা দুটি কঠিন সেটে স্ট্রাইকোভার বিপক্ষে লড়েছেন। এর আগে সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামসও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এখন সম্ভাবনা রয়েছে বছরের প্রথম গ্র্যান্ডসøামে দীর্ঘদিন পরে অল-উইলিয়ামস ফাইনাল উপভোগের। ম্যাচ শেষে ৩৫ বছর বয়সী সেরেনা উইলিয়ামস বলেন, ‘এই টুর্নামেন্টে সত্যিকার অর্থেই আমার হারানোর কিছু নেই। এখানে সবকিছুই আমার কাছে বোনাস। অবশ্যই আমি এখানে জিততে এসেছি। আশা করছি ভাল খেলার। এখানে কেবল ভালটাই আমি দেখাতে পারি।’ সুদীর্ঘ ক্যারিয়ারে ২২ গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি। গত মৌসুমে উইম্বলডন জিতে টেনিসের উন্মুক্ত যুগে সর্বোচ্চ ২২ গ্র্যান্ডসøামজয়ী স্টেফি গ্রাফের রেকর্ডে ভাগ বসান তিনি। সেরেনার সামনে এখন জার্মান কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। আর মাত্র একটি মেজর শিরোপা জিতলেই ওপেন যুগে সর্বোচ্চ গ্র্যান্ডসøাম জয়ের রেকর্ডটা নিজের করে নেবেন তিনি। সেরেনা উইলিয়ামস ছুটছেনও ঠিক সেভাবেই। কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেই যে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পান তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা নিজের শোকেসে তুলতে তার মাত্র তিনটি ম্যাচ জেতা প্রয়োজন। এদিকে ব্রিটিশ নবম বাছাই জোহানা কন্টেও দারুণ খেলছেন এখন টেনিস কোর্টে। চতুর্থ পর্বে রাশিয়ান তারকা একাটেরিনা মাকারোভাকে সহজেই ৬-১, ৬-৪ গেমে পরাজিত করে শেষ আটে উঠেছেন। তবে শেষ আটের লড়াইটা যে কঠিন হবে তা অনুমিতই। ব্রিটিশ প্রতিনিধিও মানছেন তা। আর তা জেনেও কৈশোরের আইডল সেরেনার বিপক্ষে কোর্টে নামতে মুখিয়ে আছেন কন্টে। এই ম্যাচে জিততে পারলে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালটা নিশ্চিত হবে তার। সেজন্য অবশ্য বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে কন্টেকে। সেদিনই কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা মুখোমুখি হবেন ক্রোয়েশিয়ার মিরজার্না লুসিস বারোনির। সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট জিতে নতুন বছর শুরু করা চেক তারকা পিসকোভা চতুর্থ পর্বে পরাজিত করেন অস্ট্রেলিয়ার দারিয়া গ্যাভ্রিলোভাকে। চতুর্থ পর্বে বারোনি হারান আমেরিকার জেনিফার ব্র্যাডিকে। আজ কোয়ার্টার ফাইনালে সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামস মুখোমুখি হবেন রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভার। টুর্নামেন্টের ২৪তম বাছাই পাভলিউচেঙ্কোভার বিপক্ষে লড়াইটা যে জমবে তা অনুমিতই। দিনের অন্য ম্যাচে আজ কোকো ভেন্ডেওয়েগের মুখোমুখি হবেন স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজা। গত মৌসুমটা রাজত্ব করেছেন এ্যাঞ্জেলিক কারবার। বছরের প্রথম এবং শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পান তিনি। শুধু তাই নয় বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেন এই জার্মান তারকা। প্রত্যাশা ছিল নতুন মৌসুমেও নিজেকে মেলে ধরবেন স্টেফি গ্রাফের উত্তরসূরি। কিন্তু বছরের প্রথম গ্র্যান্ডসøাম ইভেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নেন মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন। রবিবার চতুর্থ রাউন্ডে রড লেভার এ্যারেনায় বর্তমান চ্যাম্পিয়ন এ্যাঞ্জেলিক কারবারকে হারিয়ে রীতিমতো চমকে দেন আমেরিকান তারকা কোকো ভেন্ডেওয়েগে। সরাসরি সেটে হেরে বিদায় নেন কারবার। চতুর্থ পর্বের সেই ম্যাচের ফলাফল ৬-২, ৬-৩। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে প্রথম অঘটনের শিকার হয়েছিলেন পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। এরপর সাবেক নাম্বার ওয়ান তারকা ক্যারোলিন ওজনিয়াকিও রাদওয়ানস্কার পথ ধরেন। পরবর্তীতে ছিটকে পড়েন ইউজেনি বাউচার্ডও। যার সর্বশেষ শিকার হলেন এ্যাঞ্জেলিক কারবার। অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নেয়ার কারণে শীর্ষস্থানও হারান তিনি।
×