ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মীরসরাইয়ে ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৬:০১, ২৪ জানুয়ারি ২০১৭

মীরসরাইয়ে ছাত্রলীগ নেতার রহস্যজনক মৃত্যু

সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ২৩ জানুয়ারি ॥ মীরসরাইয়ে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘষের্র সময় অসুস্থ হয়ে নুরুল আমিন মুহুরী (২৬) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। নুরুল আমিন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা সাব মিয়ার ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তবে সে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র নয় বলে একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। সূত্রে জানা গেছে, রবিবার কলেজ ক্যাম্পাসে এক বিদায় অনুষ্ঠানে ছাত্রলীগের ফজলুুল গ্রুপের সঙ্গে রেজভি গ্রুপের একটি মেয়ের সঙ্গে কথা বলার সূত্র ধরে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে ওই ঘটনার রেশ ধরে রেজভি গ্রুপের কয়েকজন কর্মী সোমবার কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। এসময় ফজলুল গ্রুপের কর্মীরা রেজভি গ্রুপের কর্মী নুরুল আমিন মুহুরীকে মারধর করে বলে অভিযোগ করে রেজভি গ্রুপ। সোমবার দুই গ্রুপের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম দুই গ্রুপের মধ্যে সমঝোতা করে দেয়ার কিছুক্ষণ পর হঠাৎ নুরুল আমিন মুহুরীর বুকে ব্যথা ওঠে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেয়ার পর সেখান থেকে তাকে চমেকে স্থানাস্তর করা হয়। চমেকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী জানান, ‘কলেজ ক্যাম্পাসে দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের খবর পেয়ে দ্রুত ক্যাম্পাসে গিয়ে তাদের মধ্যে সমঝোতা করে দিয়েছি। এর কিছুক্ষণ পর নুরুল আমিনের বুকে ব্যথা ওঠলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
×