ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শিল্পকলায় মনোমুগ্ধকর গৌড়ীয় নৃত্য পরিবেশনা

প্রকাশিত: ০৬:০০, ২৪ জানুয়ারি ২০১৭

শিল্পকলায় মনোমুগ্ধকর গৌড়ীয় নৃত্য পরিবেশনা

স্টাফ রিপোর্টার ॥ প্রাচীন বঙ্গের রাজধানী গৌড় থেকে উৎপত্তি হয় গৌড়ীয় নৃত্যের। বাঙালী ঐতিহ্যের সাক্ষ্যবহ এই নৃত্যকলার প্রদর্শনী হলো সোমবার সন্ধ্যায়। বিশেষ আঙ্গিকের এই নাচটির মুদ্রার সঙ্গে অভিব্যক্তির অনবদ্য প্রকাশে মুগ্ধ হলো রাজধানীর নৃত্যপ্রেমীরা। চমৎকার এ পরিবেশনাটি উপস্থাপন করলেন কলকাতা থেকে ১৩ সদস্যের গৌড়ীয় নৃত্যভারতী নামের নৃত্যদল। নৃত্যনাট্যটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের রবীন্দ্র চেয়ার প্রফেসর ড. মহুয়া মুখার্জী। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই পরিবেশনাটির আয়োজন করে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি সচিব আক্্তারী মমতাজ। মহুয়া মুখার্জী ৩০ বছরেরও বেশি সময় ধরে গৌড়ীয় নৃত্য নিয়ে গবেষণার পাশাপাশি মৃতপ্রায় এই নৃত্য ধারাকে আবার সকলের সামনে উপস্থাপন করেছেন। তার গবেষণা থেকে জানা যায় যে, প্রাচীন বাংলার গৌড় নামটি মূলত সেই সময়ের একটি ক্লাসিক্যাল নৃত্যধারা। গৌড়ীয় নৃত্য- নাটিকা, কবিতা, রং ও ছন্দের মেলবন্ধনে গড়া এক সার্বিক শিল্প মাধ্যম। গৌড়ীয় নৃত্যভারতী দলটি নিয়মিত ভারতের প্রধান শহরগুলোতে বিশেষ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে। আট দিনের জাতীয় পিঠা উৎসব শুরু ॥ কংক্রিটের শহর ঢাকা যেন হয়ে উঠল একখ- গ্রাম বাংলা। পিঠা-পুলির গন্ধমাখা শুষ্ক ঋতু শীতের আনন্দ মেলে ধরা আয়োজনটি শুরু হলো শিল্পকলা একাডেমির উন্মুক্ত আঙিনায়। নানা স্বাদ ও আকারের বাহারি সব নামের পিঠা নিয়ে সোমবার বিকেল থেকে এখানে শুরু হলো জাতীয় পিঠা উৎসব। জাতীয় পিঠা উৎসব উদ্্যাপন পর্ষদের আয়োজনে শুরু হওয়া আট দিনের এ উৎসব উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, বর্ষীয়ান নৃত্যশিল্পী আমানুল হক প্রমুখ। উদ্্যাপন পর্ষদের আহ্বায়ক ম. হামিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পর্ষদের সদস্য সচিব খন্দকার শাহ আলম। উৎসবে চল্লিশটি স্টলে পিঠা শিল্পীরা নিয়মিত পিঠা তৈরি করছেন। একই সঙ্গে চলছে পিঠা প্রদর্শনী ও বিক্রি। উদ্বোধনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, পিঠা শীতের এক অনিবার্য অনুষঙ্গ। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। ছোটবেলা থেকেই পিঠা বানানো দেখেছি বাসায়, আত্মীয়-স্বজনদের বাসায়। আট দিনের এ উৎসব শেষ হবে ৩০ জানুয়ারি। উৎসব চলাকালে প্রতিদিনই উন্মুক্ত মঞ্চে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকবে নাচ, গান, আবৃত্তি ও পথনাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। সমাপনী দিনে পাঁচজন সেরা পিঠা শিল্পীকে পুরস্কার প্রদান করবে জাতীয় পিঠা উৎসব উদযাপন পর্ষদ। দশম শিশু চলচ্চিত্র উৎসব শুরু আজ ॥ ‘ফেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ সেøাগানে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ আয়োজিত এবারের উৎসবে বাংলাদেশসহ ৫৪টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। রাজধানীর পাশাপাশি আজ থেকে রাজশাহী ও রংপুরেও এ চলচ্চিত্র উৎসব শুরু হবে। চট্টগ্রামে এ উৎসব শুরু হবে ৩ মার্চ। আজ বিকেলে রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সপ্তাহব্যাপী এ উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সারাদেশের ১১টি ভেন্যুতে অনুষ্ঠিতব্য এ উৎসবে শিশুরা তাদের অভিভাবককে সঙ্গে নিয়ে বিনামূল্যে চলচ্চিত্র উপভোগ করতে পারবেন। সোমবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সকল তথ্য জানান উৎসব পরিচালক আবীর ফেরদৌস। এ সময় আরও উপস্থিত ছিলেন চিলড্রেন্স ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী, গত দুইবারের উৎসব পরিচালক রায়ীদ মোরশেদ, সহকারী উৎসব পরিচালক সুকান্ত সাহা প্রমুখ। আবীর ফেরদৌস বলেন, এবারের উৎসবের রাজধানীর মূল ভেুন্য কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তন। উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট ৪টি করে প্রদর্শনী হবে। পাবলিক লাইব্রেরি ছাড়া রাজধানীর অন্য ভেন্যুগুলো হলো জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেসের ধানম-ি ও উত্তরা শাখা, ব্রিটিশ কাউন্সিল ও ড্যাফোডিল ইউনিভার্সিটি মিলনায়তন। উৎসবের বিস্তারিত সূচী জানা যাবে উৎসবের ওয়েবসাইটে (যঃঃঢ়:// িি.ি পভংনধহমষধফবংয.ড়ৎম/ভবংঃরাধষ২০১৭)। বীরাঙ্গনার হৃদয়স্পর্শী উপাখ্যান ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’ ॥ একজন বীরাঙ্গনা মা ও তার ছেলের হৃদয়স্পর্শী এক উপাখ্যান ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’। কথাসাহিত্যিক মাসুদ আহমেদ রচিত উপন্যাসটিতে উঠে এসেছে মুক্তিযুদ্ধকালীন নানা প্রেক্ষাপট এবং মানবতাবিরোধী অপরাধের কাহিনী। সেই সঙ্গে আছে মাতৃত্বের মমতাময় এক গল্প। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত উপন্যাস গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। সোমবার বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে এ উপন্যাসের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল। উপন্যাসের ওপর আলোচনা করেন কবি মুহম্মদ নূরুল হুদা, টেলিভিশন ব্যক্তিত্ব নওয়াজেশ আলী খান। ঢাবিতে সঙ্গীত উৎসব আজ ॥ বিশ^বিদ্যালয় রিপোর্টার জানান, ‘বিশ্ববন্ধনে সঙ্গীত’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী ‘সঙ্গীত উৎসব -২০১৬’। আজ সন্ধ্যায় ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বর্ণাঢ্য এ উৎসবের উদ্বোধন করবেন। সোমবার ঢাকা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির কক্ষে এক সংবাদ সম্মেলনে সঙ্গীত বিভাগের চেয়ারপার্সন ড. লীনা তাপসী খান এসব তথ্য জানান। নীলফামারীতে সাংস্কৃতিক উৎসব উদ্বোধন॥ স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সকল শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। হাজার বছরের সংস্কৃতি আমরা কোনভাবেই নষ্ট হতে দিতে পারি না। সোমবার বিকেলে নীলফামারীতে ছয় দিনব্যাপী দ্বিতীয় সাংস্কৃতিক উৎসব/২০১৭ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি এ কথা বলেন। উদ্বোধনীর আগে সংস্কৃতিমন্ত্রীর নেতৃত্বে শহরে বের করা হয় সাংস্কৃতিক উৎসবের আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমি চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে মন্ত্রী এই উৎসবের আনুষ্ঠানিক ঘোষণা করেন।
×