ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হাইকোর্টের রুল

মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না

প্রকাশিত: ০৫:৫৮, ২৪ জানুয়ারি ২০১৭

মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের জন্য নির্দেশিকা প্রচার এবং এজন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) কমিটি গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ঝিনাইদহের মহেশপুরে ১৯৮১ সালে স্থাপিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি ভবন কেন যথাযথ প্রক্রিয়াই সংরক্ষণ ও সংস্কার করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ঢাকা থেকে কুয়াকাটা, বেনাপোল ও আখাউড়ায় সাবমেরিন কেবল লাইনের উচ্চ ক্ষমতার ট্রান্সমিশন যন্ত্রপাতি স্থাপনের জন্য টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) সঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানির (বিটিসিএল) সরাসরি চুক্তি বহাল রেখেছেন আপীল বিভাগ। একই সঙ্গে যন্ত্রপাতি সরবরাহে সর্বনিম্ন মনোনীত দরদাতা প্রতিষ্ঠান নেতাশকে ১০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। অন্যদিকে ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা হাই স্কুলের ২৯ জন এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র অবিলম্বে দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। সারাদেশে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের জন্য নির্দেশিকা প্রচার এবং এজন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) কমিটি গঠন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে আগামী দুই সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জামুকার মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসনাত কাইয়ুম, সঙ্গে ছিলেন আইনজীবী মেসবাহ উদ্দিন আহমেদ ও শরীফ হুমায়ুন কবীর। পরে আইনজীবী হাসনাত কাইয়ুম জানান, গত ১২ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। গত ৫ জানুয়ারি আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে বাছাইয়ের তারিখ পরিবর্তন করা হয়েছে। তিনি আরও জানান, গেজেট প্রকাশের সময় এটিকে চূড়ান্ত তালিকা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। শুধু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক সেই গেজেট বাতিলের ক্ষমতা আইন অনুযায়ী প্রয়োগ করা যেতে পারে। কিন্তু তা না করে গেজেটভুক্ত সকল মুক্তিযোদ্ধাকে পুনরায় যাচাই-বাছাই করার ক্ষমতা আইন অনুযায়ী জামুকার নেই। সেজন্য জামুকার বাইরে অন্য কাউকে দিয়ে কমিটি করার বিধানও প্রণয়ন করা হয়নি। এসব যুক্তি দেখিয়ে তালিকা যাচাই-বাছাইয়ের বিষয়ে জামুকার জারি করা নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে রফিকুল আলমসহ নয়জন মুক্তিযোদ্ধা হাইকোর্টে একটি রিট দায়ের করেন। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার আদালত এই রুল জারি করেন। স্মৃতিভবন প্রশ্নে রুলজারি ॥ ঝিনাইদহের মহেশপুরে ১৯৮১ সালে স্থাপিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি ভবন কেন যথাযথ প্রক্রিয়াই সংরক্ষণ ও সংস্কার করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই ভবনের বর্তমান কী অবস্থায় আছে এবং সংরক্ষণে কী ব্যবস্থা নেয়া হয়েছে সে বিষয়ে আগামী ২৩ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। চুক্তি বহাল ॥ ঢাকা থেকে কুয়াকাটা, বেনাপোল ও আখাউড়ায় সাবমেরিন কেবল লাইনের উচ্চ ক্ষমতার ট্রান্সমিশন যন্ত্রপাতি স্থাপনের জন্য টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) সঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানির (বিটিসিএল) সরাসরি চুক্তি বহাল রেখেছেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। একই সঙ্গে যন্ত্রপাতি সরবরাহে সর্বনিম্ন মনোনীত দরদাতা প্রতিষ্ঠান নেতাশকে ১০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিন পক্ষের করা লিভ টু আপীল (আপীলের অনুমতি চেয়ে আবেদন নিষ্পত্তি করে সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপীল বেঞ্চ এই আদেশ দেন। প্রবেশপত্র দেয়ার নির্দেশ ॥ ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা হাই স্কুলের ২৯ জন এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্র অবিলম্বে দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাই বেঞ্চ এ আদেশ দেয়। বিশেষ দূতের মাধ্যমে শিক্ষার্থীদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড পৌঁছে দিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মহাপরিচালককে নির্দেশও দেয়া হয়েছে।
×