ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাত লেখক পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

প্রকাশিত: ০৫:৪৭, ২৪ জানুয়ারি ২০১৭

সাত লেখক পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

স্টাফ রিপোর্টার ॥ ২০১৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে নির্বাচিত হয়েছেন সামগ্রিকভাবে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সাত বিশিষ্ট কবি, লেখক ও গবেষক। সোমবার বিকেলে একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্ত লেখকদের নাম ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ বিজয়ীরা হলেন, কবিতায় আবু হাসান শাহরিয়ার, কথা সাহিত্যে শাহাদুজ্জামান, প্রবন্ধে মোরশেদ শফিউল হাসান, অনুবাদ সাহিত্যে ড. নিয়াজ জামান, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে ডাঃ এম এ হাসান, আত্মজীবনী/স্মৃতিকথায় নূরজাহান বোস এবং শিশুসাহিত্যে রাশেদ রউফ। পুরস্কারজয়ী লেখকদের প্রত্যেককে এক লাখ টাকা, স্মারক ও সনদপত্র প্রদান করা হবে। আগামী পহেলা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্ত লেখকদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন। এ বছর নাটক বিভাগে কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করা হয়নি। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিভাগে মোহাম্মদ ইব্রাহীমকে নির্বাচিত করা হলেও, তিনি এর আগেই বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পাওয়ায় এ বছর এ বিভাগেও কেউ পুরস্কারের জন্য নির্বাচিত হননি। এছাড়া গবেষণা বিভাগেও কেউ নির্বাচিত হননি। সোমবার বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদ এ বছরের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্তদের নাম অনুমোদন করেন। পুরস্কার ঘোষণার সময় উপস্থিত ছিলেন একাডেমির সচিব আনোয়ার হোসেন, পরিচালক শাহিদা খাতুন, মোহাম্মদ আবদুল হাই, ড. জালাল আহমেদ প্রমুখ।
×