ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নামটি বিএনপি নেতাদের কাছ থেকেই পাওয়া গেছে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৪৬, ২৪ জানুয়ারি ২০১৭

নামটি বিএনপি নেতাদের কাছ থেকেই পাওয়া গেছে ॥ তোফায়েল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিএনপির কোন নেতাই কেএম হাসানকে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির প্রধান করার প্রস্তাবের কথা আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে জানিয়েছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি জোর দিয়ে বলেন, নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের সার্চ কমিটিতে বিএনপির সাবেক বিচারপতি কেএম হাসানের নাম প্রস্তাবের বিষয়টি রাষ্ট্রপতির কাছ থেকে নয় বিএনপি নেতাদের কাছ থেকেই পাওয়া গেছে। সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জুলিয়া নিব্লেটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। প্রসঙ্গত, রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বিএনপি নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে সাবেক বিচারপতি কেএম হাসানের নাম প্রস্তাব করেছেন। একই দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জবাবে বলেন, আমার প্রশ্ন তাহলে কী রাষ্ট্রপতির সঙ্গে ওবায়দুল কাদের সাহেব ও আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ আছে? বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলছেন, সেই কথাগুলো তাদের সঙ্গে আলোচনা করে তিনি (রাষ্ট্রপতি) কী সার্চ কমিটি গঠন করবেন? এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তোফায়েল আহমেদ বলেন, আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একজন দক্ষ নেতা। বিএনপি কি নাম দিয়েছে, তা রাষ্ট্রপতির কাছ থেকে জানার দরকার নেই। বিএনপিরই বহু লোক আছে যারা ডিসক্লোজ করবে যে অমুক-অমুকের নাম আছে। বিএনপির মধ্যে অনেক নেতাই আছেন যারা এ বিষয়টি তাকে জানিয়েছেন। বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে নিজেদের দলের মধ্যে নিশ্চয়ই আলাপ আলোচনা করেছিল। সেই আলোচনায় উপস্থিত থাকা যে কেউ হয় তো বিষয়টি আমাদের দলের সাধারণ সম্পাদককে জানিয়েছেন। বাণিজ্যমন্ত্রী বলেন, অবাক লেগেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটা সরাসরি প্রত্যাখ্যান করতে পারেননি। তিনি গেছেন নিয়মের মধ্যে, বলেছেন-আমরা নাম দিয়েছি এটা কাদের সাহেব জানলেন কীভাবে, এটা ঠিক হয়নি। যদি কথাটা সত্য না হতো তবে ফখরুল ইসলাম আলমগীর বলতেন, এই ধরনের নাম দেয়ার প্রশ্নই ওঠে না। সে কথা তিনি (মির্জা ফখরুল) বলেননি। নাম যে তিনি দিয়েছেন বা দেননি কোনটাই না বলে তিনি বলেছেন, এটা গোপনীয় জিনিস এটা তিনি জানলেন কীভাবে। নতুন নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগ সংবিধানের উপর ভিত্তি করে চারটি প্রস্তাব দিয়েছে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, এমনকি সংবিধানে না থাকলেও নির্বাচন কমিশন গঠনে আইন করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। বিএনপির তরফ থেকে সেটাকেও প্রত্যাখ্যান করা হয়েছে। এটাও তারা চান না। তিনি বলেন, রাষ্ট্রপতি একটি গ্রহণযোগ্য সার্চ কমিটি গঠন করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করবেন এটাই সকলের প্রত্যাশা। বাণিজ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি একজন দক্ষ, সৎ ও বিজ্ঞ রাজনীতিবিদ। তার প্রতি আমাদের বিশ্বাস ও আস্থা আছে। তিনি অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি ও পরে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করবেন।
×