ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্পের অভিষেকে গান করায় শিল্পীকে বর্জন!

প্রকাশিত: ০৪:১০, ২৪ জানুয়ারি ২০১৭

ট্রাম্পের অভিষেকে গান করায় শিল্পীকে বর্জন!

সংস্কৃতি ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি বিদ্বেষমূলক একটি টুইট পোস্ট করেছিলেন গ্র্যামি এ্যাওয়ার্ডজয়ী সঙ্গীতশিল্পী ক্রিসেট মিশেল। তাতে তিনি লিখেছিলেন, ‘দেশের এই অবস্থা দেখে আমার মন ভেঙ্গে গেছে। আমি আমার সন্তান ও পরিবারের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি। আমেরিকার এতদিনের ইতিহাস বুঝি এবার হারিয়ে যেতে বসেছে’। অথচ সেই ক্রিসেট মিশেল কিনা ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে গান গেয়েছেন। ট্রাম্পের অভিষেকে ক্রিসেট মিশেলের গান গাওয়ার খবরে বিস্মিত হয়েছেন অনেকেই। বিস্মিত চলচ্চিত্র পরিচালক স্পাইক লিও। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে গান গাওয়ায় চলচ্চিত্র থেকে ক্রিসেট মিশেলের গান বাদ দিয়েছেন ওই পরিচালক। হলিউডে ট্রাম্পের প্রতি ঘৃণা ও বিদ্বেষ এতটাই চরমে পৌঁছেছে যে, প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে গান গাওয়ার জেরে গায়িকা ক্রিসেট মিশেলকে তার সিরিজ থেকে বাদ দিয়েছেন পরিচালক স্পাইক লি। ‘শি’জ গটা হ্যাভ ইট’ নামের ওই সিরিজে মিশেলের গাওয়া ‘ব্ল্যাক গার্ল ম্যাজিক’ গানটি ব্যবহার করার কথা ভেবেছিলেন লি। জানা যায় সপ্তাহখানেক আগেই সঙ্গীতশিল্পী এ্যান্ডি গ্র্যামার অভিষেক অনুষ্ঠানে গান গাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসলে তার বদলে মিশেলকে নির্বাচন করেন কর্তৃপক্ষ। নেতিবাচক মন্তব্য ও জনরোষের ভয়েই এতদিন তা গণমাধ্যমকে জানাননি এ সঙ্গীতশিল্পী।
×