ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওবামা আমলে যুক্তরাষ্ট্রের ঋণ বেড়েছে ৯ ট্রিলিয়ন ডলার

প্রকাশিত: ০৪:০৬, ২৪ জানুয়ারি ২০১৭

ওবামা আমলে যুক্তরাষ্ট্রের ঋণ বেড়েছে ৯ ট্রিলিয়ন ডলার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ বেড়েছে ৯ ট্রিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে দেশটির মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার। এমনটাই জানিয়েছে মার্কিন ওয়েবসাইট ইউএসডেবটক্লক। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০৮ সালে যখন ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন, তখন দেশটির মোট ঋণের পরিমাণ ছিল ১০ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। ৮ বছরে জাতীয় ঋণের পরিমাণ বেড়েছে ৮৬ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে, ওষুধ শিল্প, সামাজিক নিরাপত্তা ও সামরিক খাতে। -অর্থনৈতিক রিপোর্টার এসএমএসভিত্তিক ফার্মিং গেম এনেছে রবি খেলায় খেলায় বাস্তব জীবনের কৃষিকাজের আনন্দ দিতে গ্রাহকদের জন্য এসএমএসভিত্তিক ফার্মিং গেম ক্যাম্পেন চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি। গত ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া ক্যাম্পেনটি চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। গেমটি খেলতে <চখঅণ> লিখে ২১২০৭ নম্বরে পাঠাতে হবে গ্রাহকদের। এরপর গ্রাহকরা একটি স্বাগত বার্তা পাবেন এবং গেমটি চালু করতে নির্দেশনা অনুযায়ী অ অথবা ই লিখে রেসপন্স মেসেজ পাঠাতে হবে। প্রতি এসএমএসের চার্জ ৫০ পয়সা (ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ যুক্ত হবে)। প্রতিটি রেসপন্স মেসেজে পয়েন্টে যোগ হবে। যে কোন অপশন বেছে নেয়ার জন্য গ্রাহকরা ১-৩ পয়েন্ট পাবেন এবং কোন কোন ক্ষেত্রে ১০ পয়েন্ট পর্যন্ত বোনাস পাওয়া যাবে। গেমটি সম্পর্কে আরও জানতে এবং সহায়তার জন্য ঐচ লিখে ২১২০৭ নম্বরে মেসেজ পাঠাতে হবে। ঝঈঙজঊ লিখে ২১২০৭ নম্বরে মেসেজ পাঠিয়ে বর্তমান স্কোর ও র‌্যাঙ্ক জানতে পারবেন গ্রাহকরা। ক্যাম্পেন বিজয়ীরা পাবেন মেগা পুরস্কার। -বিজ্ঞপ্তি
×