ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেডিক্যাল বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করতে চায় ভারত

প্রকাশিত: ০৪:০৫, ২৪ জানুয়ারি ২০১৭

মেডিক্যাল বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করতে চায় ভারত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের মেডিক্যাল বর্জ্য পরিশোধনাগার শিল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ভারতের একটি বেসরকারী প্রতিষ্ঠান। কমন বায়ো-মেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস পদ্ধতিতে বাংলাদেশে চারটি প্রকল্পের মাধ্যমে বর্জ্য শোধন করতে চায় তারা। এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এফবিসিসিআইর সভাপতি। কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের বাইরে বিটুবি সম্মেলনের অংশ হিসেবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন কলকাতার গ্রিনটেক সংস্থার কর্মকর্তারা। এতে বাংলাদেশে মেডিক্যাল বর্জ্য পরিশোধনাগার নির্মাণে আগ্রহ প্রকাশ করে সংস্থাটি। প্রতিদিন হাসপাতালগুলো থেকে যে হাজার হাজার টন বিষাক্ত ও ক্ষতিকর বর্জ্য তৈরি হয়, তা যেখানে সেখানে ফেলে পরিবেশ দূষণ না করে পরিকল্পিত উপায়ে পরিশোধনের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব বলেও জানায় সংস্থাটির কর্মকর্তারা। বৈঠকে বাংলাদেশে এ ধরনের প্রকল্প নেই উল্লেখ করে ভারতের এই বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির প্রস্তাবকে স্বাগত জানান এফবিসিসিআইর সভাপতি মাতলুব আহমাদ। বর্তমানে কলকাতা এবং শিলিগুড়িতে এ ধরনের দুটি প্ল্যান্ট পরিচালনা করছে গ্রিনটেক। প্রতিদিন হাসপাতালগুলো থেকে কয়েক হাজার টন বর্জ্য সংগ্রহ করে তা বিশেষ উপায়ে পুড়িয়ে ফেলা হয়। আর বিশেষ পদ্ধতি অবলম্বন করায় এতে পরিবেশের কোন ক্ষতি হয় না বলেও দাবি সংস্থাটির। এছাড়াও শীঘ্রই সংস্থাটির একটি প্রতিনিধি দল ঢাকায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবেন বলে গ্রিনটেকের পক্ষ থেকে জানানো হয়। সামরিক ব্যয়ের কারণেই যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না অর্থনৈতিক রিপোর্টার ॥ সামরিক খাতে অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণেই যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ধীরগতি দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন চীনা অনলাইন জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, গেল ৩০ বছরে যুক্তরাষ্ট্র শুধু সামরিক খাতে ৪০ ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে। এ অর্থ অবকাঠামো খাত উন্নয়নে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ব্যয় করলে দেশের প্রবৃদ্ধির জন্য ইতিবাচক হতো বলেও মন্তব্য করেন তিনি।
×