ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বুক বিল্ডিংয়ের জন্য ডিএসইর মক ট্রেডিং শুরু আজ

প্রকাশিত: ০৪:০২, ২৪ জানুয়ারি ২০১৭

বুক বিল্ডিংয়ের জন্য ডিএসইর মক ট্রেডিং শুরু আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) নতুন সিস্টেম বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারের মূল্য নির্দেশকের জন্য নতুন সফটওয়্যার সংযোজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আর এ সফটওয়্যার স্টেকহোল্ডারদের মধ্যে সফলভাবে পরিচালনার জন্য মক টেস্টের আয়োজন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, ডিএসইর মক টেস্ট কর্মসূচী আগামী তিন কার্যদিবস অর্থাৎ আজ মঙ্গলবার শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এর মধ্যে কন্টিনিউয়াস বিডিং পিরিয়ড হবে ২৪ জানুয়ারি বা মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ২৫ জানুয়ারি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত, অফার সাবমিশন পিরিয়ড ২৫ জানুয়ারি বিকেল সাড়ে ৪টা থেকে ২৬ জানুয়ারি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নতুন সফটওয়্যারের মাধ্যমে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ারের মূল্য বিডিংয়ের ক্ষেত্রে আরও উন্নতমানের সেবা পাবেন বলে জানা গেছে। যেসব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ই-মেইল এ্যাড্রেস রয়েছে তাদের ঠিকানায় এ অনুষ্ঠানের সময়সূচী পাঠানো হয়েছে। এছাড়াও নতুন সফটওয়্যারের ডেমোনেস্ট্রেশন কর্মসূচী সফলভাবে সম্পন্ন করতে সকল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে ডিএসই। রোভার স্কাউটদের প্রশিক্ষণ দেবে বিএসইসি অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনিয়োগের ক্ষেত্রে শিক্ষামূলক অনুষ্ঠান পরিচালনার উদ্দেশ্যে দেশব্যাপী ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম চালু করেছে বাংলাদেশে সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশন। এমনকি বিনিয়োগকারীদের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান ও বিনিয়োগ সম্পর্কে ধারণা দিতে চলতি মাসে তিনব্যাপী ২৯টি জেলায় এ মেলা করেছে বিএসইসি। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ রোভার স্কাউট এবং স্কাউটগণদের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান ও বিনিয়োগ শিক্ষা দিবে নিয়ন্ত্রক সংস্থা। গত রবিবার বিএসইসির নির্বাহী পরিচালক এবং মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫-৩১ জানুয়ারি জাতির পিতার জন্ম স্থান টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে একাদশ জাতীয় রোভার মুট ২০১৭ অনুষ্ঠিত হবে। উক্ত মুট এরিনায় (জাতির পিতার জন্মস্থান টুঙ্গিপাড়ায় একটি এবং গোপালগঞ্জে একটি) দুটি গ্লোবাল ডেভেলপসেন্ট ভিলেজ (জিডিভি) তথা প্রদর্শনীপল্লী স্থাপন করা হবে।
×