ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাভারে গাছ পুড়িয়ে বানানো হচ্ছে কয়লা

প্রকাশিত: ০১:৫৩, ২৩ জানুয়ারি ২০১৭

সাভারে গাছ পুড়িয়ে বানানো হচ্ছে কয়লা

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সরকারী আইন অমান্য করে সাভারে বেশ কয়েকটি কারখানায় গাছ পুড়িয়ে কয়লা বানাচ্ছে এলাকার প্রভাবশালীরা। এভাবে গাছ পোড়ানো হলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। এতে মারাত্মাকভাবে বৃদ্ধি পাচ্ছে পরিবেশ দূষণ। এর ফলে ফসলি জমি, গাছপালা ও জনস্বাস্থ্যের ওপর ক্রমশঃ হুমকি বৃদ্ধি পাচ্ছে। জানা গেছে, উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় গাছ পুড়িয়ে কয়লা বানানোর বেশ কয়েকটি কারখানা গড়ে উঠেছে। ওই কারখানাগুলোতে ইট দিয়ে বড় বড় চুলা তৈরি করা হয়েছে। প্রতিদিন সকালে চুলার মুখগুলো খুলে দিয়ে দিনের বেলায় গাছ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। বিকেলে কয়লাগুলো ট্রাকে ভরে মালিকরা বিভিন্ন হোটেলে বিক্রি করে থাকে। ভার্কুতা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, অবৈধভাবে গড়ে ওঠা এ কারখানাগুলোর কারণে জমি ফসল উৎপাদনের কার্যক্ষমতা ক্রমশঃ হারিয়ে ফেলছে। এছাড়া, গাছ পোড়ানোর কারনে নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় মানুষ, পশুপাখি, উদ্ভিদ ও জীব বৈচিত্রের ওপর বিরূপ প্রভাব পড়ছে। শিশুসহ বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। তিনি এ ব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানান।
×