ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দমদম বিমানবন্দরের গেটে অগ্নিকাণ্ড ॥ নিহত ১

প্রকাশিত: ২০:১৪, ২৩ জানুয়ারি ২০১৭

দমদম বিমানবন্দরের গেটে অগ্নিকাণ্ড ॥  নিহত ১

অনলাইন ডেস্ক॥ ভারতের দমদম বিমানবন্দরের আড়াই নম্বর গেটের কাছেই বসবাস করেন তপন কুণ্ডু। আজ সোমবার সকাল সাড়ে ছ’টা নাগাদ তার ৫০ বছরের স্ত্রী দুলালি কুণ্ডুকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পান তিনি। দুলালির সারা শরীরে তখন দাউ দাউ করে আগুন জ্বলছে। নিজের স্ত্রীকে বাঁচাতে দুলালিকে জাপটে ধরেন তপন। আগুনের খবর পেয়ে প্রতিবেশীরা এবং বাড়ির অন্য সদস্যরা ছুটে আসেন। সেই সঙ্গে দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়। দমকল বাহিনীর ২টি গাড়ি ঘটনাস্থলে আসে। দমকল বাহিনীর কর্মীরা আগুন নিভিয়ে তপন এবং দুলালি কুণ্ডুকে উদ্ধার করেন। দুলালি ঘটনাস্থলেই মারা যান। এখন শরীরে ৯০ শতাংশ ক্ষত নিয়ে এখন জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন তপন কুণ্ডু। তাকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে দুলালির গায়ে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিলেন তপন। কিন্তু তিনি এখন বয়ান দেওয়ার মতো অবস্থায় নেই। এয়ারপোর্টের আড়াই নম্বর গেটের কাছে একটি দোতালা বাড়ির ওপর তলায় থাকতেন তপন এবং দুলালি মণ্ডল। এই ঘটনার পিছনে আত্মহত্যার ইচ্ছাকেও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
×