ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু মেডিক্যালে পরিচ্ছন্ন কর্মসূচীতে অংশ নিলেন ভিসিসহ চিকিৎসকরা

প্রকাশিত: ০৮:৫২, ২৩ জানুয়ারি ২০১৭

বঙ্গবন্ধু মেডিক্যালে পরিচ্ছন্ন কর্মসূচীতে অংশ নিলেন ভিসিসহ চিকিৎসকরা

স্টাফ রিপোর্টার ॥ ‘আমাদের ক্যাম্পাস আমরাই পরিষ্কার রাখব’ সেøাগানের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচী। রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান এ কর্মসূচীর উদ্বোধন করেন। উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষক ও চিকিৎসকরা ঝাড়ু হাতে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচীতে অংশ নেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো বিএসএমএমইউ’র উদ্যোগে এমন কর্মসূচী পালিত হয়েছে। এখন থেকে এ বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, বিভাগ ও ওয়ার্ডে প্রতি মাসে অন্তত একবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকের সামনে এ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহ, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন প্রমুখসহ জ্যেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা, নার্স, কর্মচারী ও পরিষ্কার-পরিচ্ছন্নকর্মীরা উপস্থিত ছিলেন।
×