ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আট দফা দাবি

কাউন্সিলরদের সঙ্গে পৌর মেয়রদের বৈষম্যমূলক আচরণের অভিযোগ

প্রকাশিত: ০৮:৫০, ২৩ জানুয়ারি ২০১৭

 কাউন্সিলরদের সঙ্গে পৌর মেয়রদের বৈষম্যমূলক আচরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ পৌরসভার মেয়ররা কাউন্সিলরদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছেন। মেয়রদের স্বেচ্ছাচারিতায় উন্নয়নকাজ প্রায় স্থবির হয়ে আছে। তারা কাউন্সিলরদের মতামত উপেক্ষা করে সরকারের এ প্রতিষ্ঠানকে অকেজো করার পরিকল্পনা করছেন। একই সঙ্গে কাউন্সিলরদের সম্মানী ভাতাও কম। তাই দ্রুততম সময়ে বৈষম্যমূলক পদমর্যাদা নিরসন, সম্মানী ভাতা বৃদ্ধি, কাউন্সিলরদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পৌর কাউন্সিলর এ্যাসোসিয়েশন। রবিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পৌর কাউন্সিলর এ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়রদের বিরুদ্ধে এমন অভিযোগ এনে সংগঠনটি সম্মানী ভাতা বৃদ্ধিসহ আট দফা দাবি জানায়। পৌরসভার কাউন্সিলরদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও অসম্মানজনক সম্মানী ভাতার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পৌর কাউন্সিলর এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আক্তারুজ্জামান বলেন, পৌর মেয়ররা কাউন্সিলরদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌর কাউন্সিলর এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মধু ও সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন জনি।
×