ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাস্তা নির্মাণ নিয়ে বিরোধ

কুষ্টিযায় গ্রামবাসীর ওপর আওয়ামী লীগ নেতার গুলি

প্রকাশিত: ০৮:৩৬, ২৩ জানুয়ারি ২০১৭

কুষ্টিযায় গ্রামবাসীর ওপর আওয়ামী লীগ নেতার গুলি

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২২ জানুয়ারি ॥ জেলার দৌলতপুরে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে গ্রামবাসীর ওপর বেপরোয়া গুলি চালিয়েছে ছালামত নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। এ ঘটনায় অন্তত ১৯ গ্রামবাসী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। পুলিশ গুলিবর্ষণকারী ছালামতকে আটক করেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার পিয়াপুর ইউনিয়নের কামালপুর বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও ছালামতের চালানো শটগানের গুলিতে হামিদ (৪৫), সাদ্দাম (৩২), মরজেম (৫৫), ঝন্টু (২৫), মতিয়ার (৪৮), দুলাল (৫০), ফরিদ (৩৮), সুজন (২৮), খবির (৪৬), রাসেল (২২), শহিদ (৪০), লিটন (২২), হাসান (৪০), রবিউল (৪৫), রিয়াজ মোল্লা (৩২), ছাবদেল (৫০), মন্টু (৪৮), হাসান (৫০) ও মুন্তাজসহ (৩৮) অন্তত ১৯ গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছে। আহতদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুলিশ গুলিবর্ষণকারী ছালামতকে আটক করেছে।
×