ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান না হলে সঙ্কট বাড়বে ॥ মওদুদ

প্রকাশিত: ০৮:১৩, ২৩ জানুয়ারি ২০১৭

সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান না হলে সঙ্কট বাড়বে ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ সরকারকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ বলেছেন, সংলাপের মাধ্যমে দেশে বিরাজমান সমস্যার সমাধান করতে হবে। যদি তা না হয় তাহলে সঙ্কট আরও বৃদ্ধি পাবে। আর তখন জনগণের সামনে আন্দোলন ছাড়া আর কোন পথ থাকবে না। রবিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিস্টার মওদুদ বলেন, দেশে এখন রাজনীতি নেই, আছে অপরাজনীতি ও দলীয় রাজনীতি। দেশে গণতন্ত্রও নেই। এই হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, কোন সরকারই চিরস্থায়ী নয়। আজ না হয় কাল, কাল না হয় পরশু কিংবা আগামী বছর বর্তমান সরকারের পরিবর্তন হবেই। মওদুদ বলেন, সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এ ধরনের নির্বাচন আর তাদের করতে দেয়ার সুযোগ দেয়া যাবে না। এমন নির্বাচন করতে হবে যে নির্বাচনে গত বছরগুলোতে যে দুঃশাসন হয়েছে এর বিরুদ্ধে জনগণ তাদের রায় দিতে পারবে। তিনি বলেন, নির্বাচনকালীন সহায়ক সরকারে এমন ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে যাদের রাজনৈতিক কোন অভিলাষ থাকবে না। যারা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবেন। যুবদল সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শওকত মাহমুদ, রুহুল কবির রিজভী, আব্দুস সালাম আজাদ, এলবার্ট পি কস্টা, সুলতান সালাউদ্দিন টুকু, মোরতাজুল করিব বাদরু, নুরুল ইসলাম নয়ন, মামুন হাসান, রফিকুল ইসলাম মজনু, এস এম জাহাঙ্গীর প্রমুখ। কাদেরের বক্তব্য মিথ্যা- ফখরুল ॥ সাবেক বিচারপতি কেএম হাসানের নাম সার্চ কমিটিতে রাখার জন্য রাষ্ট্রপতির কাছে দেয়া হয়নি মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, বিএনপি কেএম হাসানের নাম প্রস্তাব করেছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্য মিথ্যা। রবিবার সন্ধ্যায় সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুকোমল বড়ুয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
×