ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পূর্ব জেরুজালেমে ৫৬০ হাউজিং ইউনিটে ভবন নির্মাণের অনুমতি দিল ইসরাইল

প্রকাশিত: ০৮:০৬, ২৩ জানুয়ারি ২০১৭

পূর্ব জেরুজালেমে ৫৬০  হাউজিং ইউনিটে ভবন নির্মাণের অনুমতি দিল ইসরাইল

জনকণ্ঠ ডেস্ক ॥ পূর্ব জেরুজালেমের অধিকৃত অঞ্চলে তিনটি ইহুদী বসতিতে ৫৬০টিরও বেশি হাউজিং ইউনিটের জন্য ভবন নির্মাণের অনুমতি দিয়েছে ইসরাইল। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দুই দিন পর রবিবার ইসরাইল এ অনুমতি দিল। খবর বিবিসির। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন অধিকৃত ভূমিতে ইসরাইলের বাড়ি নির্মাণের সমালোচনা করেছিল এবং নির্মাণ কাজ বন্ধে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল। গত ডিসেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটের মাধ্যমে একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের অধিকৃত ভূমিতে ইসরাইলের বসতি নির্মাণ বন্ধের আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবে ভোট দানে বিরত থাকে। যার নিন্দা জানিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফিলিস্তিন কর্তৃপক্ষ ইসরাইলের অধিকৃত ওই ভূমি নিজেদের ভবিষ্যত রাষ্ট্রের জন্য দাবি করে আসছে। ইসরাইল আশা করছে যুক্তরাষ্ট্রের নতুন সরকার তাদের পক্ষে অবস্থান নেবে। নেতানিয়াহু বলেন, তিনি টেলিফোনে প্রথমবারের মতো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলাপ করবেন। পৌরসভার পরিকল্পনা ও নির্মাণ কমিটির প্রধান মেইর তুরজেমান ইসরাইল রেডিওকে বলেন, ওবামা প্রশাসনের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বসতি নির্মাণের অনুমতি দেয়া স্থগিত রাখা হয়েছিল।
×