ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীর কুখ্যাত মুসা রাজাকার গ্রেফতার

প্রকাশিত: ০৮:০৪, ২৩ জানুয়ারি ২০১৭

রাজশাহীর কুখ্যাত মুসা রাজাকার গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়ার কুখ্যাত রাজাকার আবদুস সামাদ ওরফে ফিরোজ খাঁ ওরফে মুসাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় পুঠিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ৯ ও ১০ জানুয়ারি তার অপরাধ তদন্তে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুঠিয়ার বাঁশবাড়িয়া, পশ্চিমভাগ ও গোটিয়া গ্রামের আদিবাসী ও বাঙালীদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানোর ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত করে সংস্থাটি। মুসার হাতে নিহত পশ্চিমভাগ গ্রামের শহীদ সামাদের স্ত্রী রাফিয়া বেগমের দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। তদন্তের প্রথম দিন বাঁশবাড়িয়া, পশ্চিমভাগ, আটভাগ, ধোকরাকুল ও গোটিয়া গ্রামে পরিদর্শন করে সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। সাক্ষ্য দিয়েছেন মুসার হাতে নিহত বাঙালী ও আদিবাসীদের স্বজনরা। আরও কয়েকদিন ধরে সরেজমিন তদন্ত করা হতে পারে বলেও জানান ট্রাইব্যুনালের পরিদর্শক ফারুক হোসেন। প্রসঙ্গত, একাত্তর সালে বাঙালী ও আদিবাসী হত্যা ও লুটপাটের পর দেশ স্বাধীন হলে মুসা রাজাকার ভারতে পালিয়ে যায়। এরপর ৭৫ সালে গোপনে দেশে ফিরে আদিবাসী পল্লীর ১৫২ বিঘা জমি দখলের চেষ্টায় অপতৎপরতা শুরু করে। মুসা এখন এলাকার প্রভাবশালীদের একজন।
×