ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যাদের বন্ধু কম তাদের বুদ্ধি বেশি

প্রকাশিত: ০৬:০৯, ২৩ জানুয়ারি ২০১৭

যাদের বন্ধু কম তাদের  বুদ্ধি বেশি

স্কুলে পড়ার সময়, কলেজে কিংবা অফিসে যেখানেই গেছেন সব সময়ই হাতে গোনা গুটিকয়েক বন্ধু নিয়েই খুশি থেকেছেন আপনি। অন্যরা যখন রাশি রাশি বন্ধুর সঙ্গে সময় কাটিয়েছেন, এনজয় করেছেন তখন আপনি কাছের পরিসরের বন্ধুদের সঙ্গেই কোয়ালিটি সময় কাটিয়েছেন, ঘুরতে গেছেন। এর জন্য অনেকেই আপনাকে অসামাজিক, স্বার্থপর বলে গালাগালি দিয়েছেন হয়ত। তবে সাম্প্রতিক গবেষণা কিন্তু বলছে, আপনার বুদ্ধি বেশি। হ্যাঁ। এমনটাই জানাচ্ছেন লন্ডন স্কুল অব ইকোনমিক্সের সাইকোলজিস্ট সাতোশি কানাজাওয়া ও সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির সাইকোলজিস্ট নরম্যান লি। তাদের গবেষণায় উঠে এসেছে যারা অধিক জনবসতির এলাকায় বড় হয়েছেন ছোট থেকে তারা নিজেদের জীবন নিয়ে কম সন্তুষ্ট হন। অন্য দিকে, দেখা যাচ্ছে যারা খুব কাছের লোকজনের সঙ্গে সময় কাটিয়েছেন তারা জীবন নিয়ে অনেক বেশি সন্তুষ্ট। সোজা কথায় বলতে গেলে, যখন আমরা পছন্দের মানুষদের সঙ্গে নিজেদের মতো সময় কাটাতে পারি তখন আমরা বেশি খুশি থাকি। ১৮ থেকে ২৮ বছর বয়সী ১৫,০০০ জনের উপর এই গবেষণা চালানো হয়েছিল। তবে বেশি বুদ্ধিমান মানুষদের ক্ষেত্রে এই গবেষণা বিশেষ কার্যকর হয়নি। দেখা গিয়েছে অনেক সময়ই বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় কাটানো বুদ্ধিমানদের অসন্তুষ্ট করে। তারা শুধু নিজেদের গুটিকয়েক বন্ধু নিয়েই খুশি। তবে তার মানে এই নয় যে, স্মার্ট মানুষ বন্ধুত্ব করতে পছন্দ করেন না। গবেষণায় তিনি আরও দেখেছেন, যে সব মানুষ অত্যন্ত বুদ্ধিদীপ্ত অর্থাৎ যারা ‘হাই ইন্টেলিজেন্স লেভেল’-এ রয়েছেন তাদের বন্ধুর সংখ্যা নিতান্তই কম। এমন কী অনেক সময় বন্ধু থাকেও না। এই সব মানুষ একা একা সময় কাটিয়েই বেশি সুখ অনুভব করে থাকেন। অনেকেই মনে করেন, অতি মাত্রায় বুদ্ধিমান মানুষের মধ্যে অন্যদের এড়িয়ে যাওয়ার মানসিকতা কাজ করে। কিন্তু এটাকে তাদের অসামাজিক আচরণ হিসেবে ব্যাখ্যা করলে ঠিক হবে না। বরং বলা যায়, যেহেতু তারা সমাজে এক রকমের সংখ্যালঘু তাই একটু গুটিয়েই রাখেন নিজেদের। মডেল : নির্জনা নীভা ছবি : নাঈম ইসলাম
×