ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাহমিনা আক্তার

সুস্থ ও সুন্দর জীবনযাপনে

প্রকাশিত: ০৬:০৭, ২৩ জানুয়ারি ২০১৭

সুস্থ ও সুন্দর  জীবনযাপনে

সানস্ক্রিন ছাড়া বাইরে নয় শীত কিংবা গরমে, ত্বকের সঠিক যতেœ সব ঋতুতেই চাই সানস্ক্রিন। সতেজ আর তারুণ্যদীপ্ত ত্বক ধরে রাখতে সানস্ক্রিন অত্যন্ত জরুরী। সূর্যের অতিবেগুনী রশ্মি ত্বকের ক্যান্সার এবং ত্বকে বয়সের ছাপ পড়ার প্রধান কারণ। তাই ত্বককে কোমল রাখতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে হবে। বাইরে যাওয়ার অন্তত ১৫ মিনিট আগে ভালো করে সানস্ক্রিন লাগিয়ে নিন। ত্বকের আদ্রতা রক্ষা ত্বকের আদ্রতা ধরে রাখতে প্রতিদিন শরীরে ময়েশ্চরাইজিং লোশন এবং মুখে ময়েশ্চার ক্রিম মাখুন। এতে আপনার শরীরের ত্বক ভাল থাকার পাশাপাশি বয়সের ছাপ পড়তে দেবে না। ত্বক টান টান থাকবে। ত্বকের পরিচর্যা প্রাকৃতিক উপায়ে ত্বকের সৌন্দর্য ধরে রাখতে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। মাঝে মাঝে ত্বকের উপযোগী বিভিন্ন মাস্ক ব্যবহার করতে পারেন। ত্বকে বাড়তি ময়লা জমতে দেয়া ঠিক নয়। ত্বকের র‌্যাশ, ছোপ ছোপ দাগ, কালোভাব দূর করতে নিয়মিত সামান্য মাত্রায় পরিচর্যা অব্যাহত রাখতে পারেন। টুকটাক ব্যায়াম আপনার বয়সের সঙ্গে হয়ত ওজন ঠিকই আছে। যতই ফাস্টফুড খান না কেন তবু ওজন বাড়ে না। কোথাও কোন বাড়তি মেদ চর্বি নেই। ঠিক এই অবস্থায় আপনি ভাবছেন কষ্ট করে ব্যায়াম করার কি দরকার? হ্যাঁ আপনাকেই বলছি, আপনার শারীরিক অবস্থা এভাবে হয়ত দু’বছর বা পাঁচ বছর পর্যন্তও স্থায়ী হতে পারে। কিন্তু একটা সময় পর না চাইলেও আপনার ওজন বাড়তে থাকবে। দেহের আকারে হয়ে যেতে পারে অনাকাক্সিক্ষত পরিবর্তন। তাই নিজের সৌন্দর্য ধরে রাখতে সামান্য ব্যায়ামের অভ্যাস রাখা জরুরী। ব্যায়াম দেহে রক্ত সঞ্চালন বাড়িয়ে দিয়ে ত্বকে অক্সিজেন প্রবাহ বাড়ায়। সঠিক খাদ্যাভ্যাস প্রতিদিন যথেষ্ট পরিমাণ ফল এবং সবজি খান। ভিটামিন ‘এ’, ‘সি’ এবং ‘ই’ খাওয়ার ওপর বেশি জোর দিন। এসব ভিটামিন ত্বকে এ্যান্টি-অক্সিজেন হিসেবে কাজ করে ত্বককে ভাল রাখে। পর্যাপ্ত পানি পান নিজের প্রয়োজন অনুযায়ী পানি পান করুন, যাতে পিপাসা না লাগে। এতে শরীর ভাল থাকার পাশাপাশি ত্বকও ভাল থাকবে। ত্বকের কোষ সজীব থাকে। মস্তিষ্ক থেকেই শুরু“ আপনার মস্তিষ্কই যদি সুস্থ না থাকে, তাহলে আর সুস্থ থাকার মূল্য কোথায়? সে জন্য নিয়মিত আখরোট খান? এতে অনেক বেশি ওমেগা থ্রি ফ্যাটি এ্যাসিড রয়েছে, যা মস্তিষ্ককে রোগ থেকে রক্ষা করে? আর টমেটো, গ্রিন টিতে থাকা এ্যান্টি-অক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলোকে রক্ষা করে স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে? সামুদ্রিক মাছ আলঝেইমার রোগের হাত থেকে মস্তিষ্ককে দূরে রাখে? তাই নিয়মিত খাদ্য তালিকায় এগুলো রাখুন। হৃৎপিণ্ড বা হার্ট যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালের হৃদরোগ বিশেষেজ্ঞ ডাঃ বেথ অলিভার বলেন, ‘প্রতিদিন, প্রতিবেলায় বিভিন্ন রকমের ফল ও সবজি এবং যথেষ্ট পরিমাণে আঁশযুক্ত খাবার, পানি, আপেল ও আখরোট, সূর্যমুখী ফুলের বিচি, ডাল এবং ডিমের হলুদ অংশ খান। এসবই হৃৎপিণ্ডের জন্য খুবই উপকারী।’ কিডনি ঠিক রাখতে খেলাধুলা, হাঁটা-চলা, ব্যায়াম উচ্চ রক্তচাপ কমিয়ে ডায়াবেটিস রোধ করে। কারণ ডায়াবেটিস থেকেই কিডনির নানা সমস্যা দেখা দেয়। ফলমূল, শাক-সবজি, ফাইবার ইত্যাদি খেয়ে ওজন ঠিক রাখা প্রয়োজন। লবণ যতটা সম্ভব কম খাওয়া উচিত, কারণ অতিরিক্ত লবণ কিডনির ক্ষতি করে। কিডনি পরিষ্কার রাখতে দিনে দেড় থেকে দুই লিটার পানি পান করা প্রয়োজন। হাড়ের যতœ হাড় শক্ত রাখতে নিয়মিত শরীর চর্চা বা বিশেষ ধরনের ব্যায়াম বড় ভূমিকা পালন করতে পারে। হাড় নরম বা ভেঙে যাওয়ার জন্য শুধু বয়স বাড়াই একমাত্র কারণ নয়। থাইরয়েড, পেটের ক্রনিক সমস্যা বা পাকস্থলীর অসুখের কারণেও হাড় নরম বা ক্ষয় হতে পারে। আর পুষ্টিগুণসম্পন্ন খাবার না খাওয়া ও অতিরিক্ত ধূমপান ও নানা ধরনের ওষুধপত্র সেবন হাড়কে নরম করতে পারে। পেট বা অন্ত্র ঠিক রাখুন মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ অন্ত্র বা পেট যা লম্বায় প্রায় আট মিটার। শরীরের গ্রহণ করা খাবারগুলো সহজপাচ্য বস্তুতে পরিণত করে অন্ত্র। সেখানে সমস্যা দেখা দিলে সবই ওলট-পালট মনে হয়। সে কথা মনে হয় কম-বেশি সবাই জানি। তাই শরীরকে ফিট রাখতে হলে অবশ্যই পেট ঠিক রাখতে হবে। তাই হাঁটা-চলা, শষ্যদানা, বিচি, সাদা দই, শাক-সবজি, ফলমূল ও সুষম খাবার গ্রহণ খুবই দরকার। অতিরিক্ত রোদ নয় তারুণ্য ধরে রাখতে এ্যান্টি-অক্সিডেন্টের জুড়ি নেই। ফাস্টফুড, স্ট্রেস, অতিরিক্ত টেনশন, ধূমপান, মদ্যপান ইত্যাদি ত্বক নষ্ট করে? সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকে নেতিবাচক প্রভাব ফেলে তাই রোদ থেকে দূরে থাকা উচিত। শরীর ও মন ভাল এবং ফিট রাখার জন্য শরীরের ভেতরের মতো শরীরের ত্বকের স্বাস্থ্যও ভাল থাকা প্রয়োজন। ল্যুবেক বিশ্ববিদ্যালয় ক্লিনিকের ত্বক বিশেষজ্ঞ ডাঃ বিরগিট কালে বলেন এসব কথা। হেঁটে পায়ের যত্ন আমাদের শরীরের সমস্ত ভার বহন করে আমাদের পা। তাই পায়ের স্বাস্থ্য খুব জরুরী। পায়ের মাংসপেশী শক্ত করতে ও ফিট থাকতে হাঁটাহাঁটির কোন বিকল্প নেই। হাঁটা যে কোন মানুষকে ফিট রাখতে বড় ভূমিকা পালন করে। মডেল : কাজী জাফরিন সুলতানা ছবি : ওয়ায়েস কুরনী
×