ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার চিত্রনায়ক বাপ্পিকে তরুণীর হুমকি

প্রকাশিত: ০৬:০১, ২৩ জানুয়ারি ২০১৭

এবার চিত্রনায়ক  বাপ্পিকে তরুণীর হুমকি

স্টাফ রিপোর্টার ॥ এক অচেনা তরুণীর হুমকির মুখে পড়েছেন চিত্রনায়ক বাপ্পি। ফেসবুকে ‘গল্পকথা’ ও ‘অনামিকা’ নামের দুজন নারীর আইডি থেকে তাকে হুমকি দেয়া হচ্ছে- প্রেমের সম্পর্ক না রাখলে সবকিছু ফাঁস করে দেয়া হবে। এ প্রসঙ্গে বাপ্পি বলেন, ফেসবুকে ‘গল্পকথা’ ও ‘অনামিকা’ নামের দুজন নারীর আইডি থেকে আমার সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট দিয়ে বলা হচ্ছে, আমি নাকি তাদের সঙ্গে প্রেম করেছি। এখন সম্পর্ক না রাখলে সব ফাঁস করে দেবে। বাপ্পি আরও বলেন, আমার ফেসবুক আইডি বছরদেড়েক আগে হ্যাক হয়েছিল। তিন-চার মাস আগে একজন ভক্তের সহায়তায় আইডি ফিরে পাই। এছাড়া আমার নামে বেশকিছু ফেক আইডি রয়েছে ফেসবুকে। এগুলো থেকে চ্যাট হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর অবস্থায় আছি। আর দু-একদিন দেখে থানায় জিডি করব। আইফোনসহ ৩২৫ পিস মোবাইল সেট আটক ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩২৫ পিস মোবাইল সেট আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। চীন থেকে আগত যাত্রী মোহাম্মাদ মাজহারুল ইসলাম রোমান এগুলো নিয়ে আসেন। চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে (সিজেড ৩৯১) রবিবার তিনি ঢাকায় অবতরণ করেন। দুটি লাগেজে করে মোট ১৬টি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এগুলো আনা হয়। আটক ফোনের তালিকায় রয়েছেÑ আসুস ৩০টি, কার্বন ৮২টি, হুয়াই ১৬৩টি, ফ্যান্টম (রিভু) ১০টি, সনি এক্সপেরিয়া ৩০টি ও আইফোন সিক্স ১০টি। ওই যাত্রী মোহাম্মাদ মাজহারুল ইসলাম রোমান কাস্টমস হলের দুই নং বেল্ট হতে লাগেজ সংগ্রহ করে কোন ধরনের ঘোষণা ও শুল্ককর পরিশোধ ছাড়াই গ্রীন চ্যানেল অতিক্রম করেন। গ্রীন চ্যানেল অতিক্রম করার পর তাকে চ্যালেঞ্জ করে কাস্টমস হলে নিয়ে আসা হয়। তার লাগেজ কাউন্টারে এনে তল্লাশির সময় এগুলো পাওয়া যায়। আটক পণ্যের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। গুলশানে অস্ত্রসহ আটক ॥ রাজধানীর গুলশান থানা এলাকা হতে দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম সালাহ উদ্দিন (২৮)। এ সময় তার হেফাজত থেকে একটি চাইনিজ কুড়াল ও একটি চাকু উদ্ধার করা হয়। গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। মামলা করা হয়েছে।
×