ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৬:০০, ২৩ জানুয়ারি ২০১৭

সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি২০তে ৩ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা ফেরাল শ্রীলঙ্কা। তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথমটিতে ১৯ রানে হেরেছিল লঙ্কানরা। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গিয়েছিল। এখন বুধবার তৃতীয় ও শেষ টি২০তেই সিরিজের ফয়াসালা হবে। টস জিতে আগে ব্যাট করে প্রোটিয়ারা ১৯.৩ ওভারে ১১৩ রান করেই গুটিয়ে যায়। অভিষেক টি২০ ম্যাচেই নজর কাড়েন লাকশান সানদাকান (৪/২৩)। সঙ্গে ইসুরু উড়ানা (৩/১৩) বোলিং নৈপুণ্য দেখান। জবাবে অধিনায়ক এ্যাঞ্জলো ম্যাথুসের অপরাজিত ৫৪ রানে ৭ উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে ১১৯ রান করে জিতে শ্রীলঙ্কা। সিরিজেও সমতা আনে। শেহজাদের বিরল রেকর্ড স্পোর্টস রিপোর্টার ॥ একইদিনে দুটি আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে বিরল এক রেকর্ড গড়েছেন আফগান তারকা মোহাম্মদ শেহজাদ। দুবাইয়ে শুক্রবার আইসিসি আয়োজিত সহযোগী আট দেশের টুর্নামেন্ট ডেজার্ট টি২০’র সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়। সেমিতে ওমানের বিপক্ষে ৮০ ও ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৫২ রান করেন শাহজাদ। ১০ উইকেটের বড় জয়ে তার দল আফগানিস্তান শিরোপা জয় করে। টেস্টে একইদিনে একই ব্যাটসম্যানের দুইবার মাঠে নামার সুযোগ আছে। কিন্তু দুটি আলাদা টেস্টে একইদিনে খেলা সম্ভব নয়, সম্ভব নয় ওয়ানডেতেও। বাকি থাকে টি২০। আইসিসির অদ্ভুত সূচীর কারণে ডেজার্ট টি২০তে ইতিহাসে প্রথমবারের মতো ঘটল বিরল এই ঘটনা। কর্তৃপক্ষ দুই সেমিফাইনাল ও ফাইনালের সূচী ফেলেছিল একইদিনে, একই মাঠে। স্থানীয় সময় সকাল ১০টায় সেমিফাইনালে ওমানকে ৮ উইকেটে হারানোর ম্যাচে ৬০ বলে ৮০ রান করেন শেহজাদ। ফাইনালটা একইদিনে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হলেও কাজটা সহজ ছিল না। কারণ আগে ব্যাট করে আয়ারল্যান্ড অলআউট হয় মাত্র ৭১ রানে। কিন্তু সেই রান তাড়া করতে প্রায় একাই খেলেছেন শেহজাদ। তার অপরাজিত ৪০ বলে ৫২ রানের ৮ম ওভারেই লক্ষ্য পৌঁছে যায় আফগানিস্তান। অনন্য রেকর্ডের মালিক হয়ে যান শেহজাদ। কেবল তাই নয়, আইসিসির কোন টি২০ টুর্নামেন্টে ৪ হাফ সেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি। মঙ্গলবার জাপান যাচ্ছে কিশোরী ফুটবলাররা স্পোর্টস রিপোর্টার ॥ জাপান ফুটবল এ্যাসোসিয়েশনের (জেএফএ) ব্যবস্থাপনায় ২৮ থেকে ২৯ জানুয়ারি জাপানের ওসাকা শহরে অনুষ্ঠিত হবে ‘জে-গ্রিন সাকাই লেডিস ফেস্টিভাল অনুর্ধ-১৫’ ফুটবল ফেস্টিভাল। যেখানে জাপানের ১৫টির অধিক ফুটবল দল অংশ নিবে। এই ফুটবল ফেস্টিভালে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ অনুর্ধ-১৬ দলও। টুর্নামেন্টে অংশ নিতে মঙ্গলবার দেশ ছাড়বে ক্ষুদে ফুটবলাররা। বাংলাদেশ অনুর্ধ-১৬ ফুটবল দলকে পৃষ্ঠপোষকতা করবে ওয়ালটন। উল্লেখ্য, ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিত সাফ মহিলা চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল ওয়ালটন গ্রুপ। রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে জাপান সফরকারী বাংলাদেশ অনুর্ধ-১৬ মহিলা ফুটবল দলকে পৃষ্ঠপোষকতা দেয়ার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি তাবিথ আউয়াল, বাফুফের সদস্য ও উইমেন্স ফুটবল উইংয়ের চেয়ারম্যান মিস মাহফুজা আক্তার কিরণ, ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) ও বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। কোচ ছোটনের অস্বীকার স্পোর্টস রিপোর্টার ॥ সাফ মহিলা ফুটবলে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলকে শনিবার বাফুফে ভবনে সংবর্ধনা দিয়েছে এনভয় গ্রুপ। ওই অনুষ্ঠানে ছিলেন না দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন, সহকারী মাহবুবুর রহমান লিটু। তাদের না থাকা নিয়ে রবিবার বেশ কয়েকটি সংবাদ মাধ্যম নেতিবাচক সংবাদ পরিবেশন করে। তাদের মতে, বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক্যাল ডিরেক্টর পল স্মলি এবং গোলকিপার কোচ রায়ান স্যানফোর্ডের ওপর ক্ষুব্ধ হয়েই সংবর্ধনা অনুষ্ঠানে আসেননি দুই কোচ। গুঞ্জন রটে, তারা নাকি পদত্যাগ করছেন। কিন্তু রবিবার এ ধরনের সংবাদকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ছোটন। তিনি বলেন, এমন কোন ঘটনাই ঘটেনি। পুরো বিষয়টি অতিরঞ্জিত। পত্রিকাগুলোর প্রতিবেদন সঠিক না। জানা গেছে, ছোটন ও লিটু সংবর্ধনা অনুষ্ঠানে যাননি পারিবারিক কারণে। তারা বাফুফে ভবনও ছাড়েননি। বরং সেখানে দুজনে আগের মতোই অবস্থান করছেন। জাতীয় যুব হকি জয় ঢাকা, চুয়াডাঙ্গা, পটুয়াখালী ও ফরিদপুরের স্পোর্টস রিপোর্টার ॥ অগ্রণী ব্যাংক ২৬তম জাতীয় যুব হকি প্রতিযোগিতার রবিবারের চারটি ম্যাচে জয় পেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড, চুয়াডাঙ্গা জেলা, পটুয়াখালী জেলা ও ফরিদপুর জেলা। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ঢাকা শিক্ষা বোর্ড ৭-০ গোলে নওগাঁ জেলাকে, চুয়াডাঙ্গা জেলা ৬-০ গোলে ফেনি জেলাকে, পটুয়াখালী জেলা ২-১ গোলে যশোর জেলাকে ও ফরিদপুর জেলা ১০-১ গোলে হারিয়েছে খুলনা জেলাকে। কাভানির জোড়া গোলে জয় পিএসজির স্পোর্টস রিপোর্টার ॥ চলতি ফ্রেঞ্চ লীগ ওয়ানে নিজের ১৯ ও ২০তম গোল করেছেন এডিনসন কাভানি। তার জোড়া গোলে ফরাসী চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ২-০ গোলে জয় পেয়েছে ন্যান্তেসের বিরুদ্ধে। এ জয়ের পরও এখন পর্যন্ত ৪৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে পিএসজি। অবশ্য এক ম্যাচ কম খেলা মোনাকোর সঙ্গে পয়েন্ট সমান হয়ে গেছে। আর শীর্ষে থাকা নিসের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে পিএসজি। চলতি লীগে দুর্দান্ত ফর্মে থাকা কাভানি ১৯ ম্যাচেই করলেন ২০ গোল।
×