ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোলের নতুন রেকর্ড রুনির

প্রকাশিত: ০৫:৫৮, ২৩ জানুয়ারি ২০১৭

গোলের নতুন রেকর্ড রুনির

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যাচটা স্টোক সিটির বিরুদ্ধে। কিন্তু নিশ্চিত পরাজয় দেখছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই সময় ত্রাতা হয়ে আসলেন ওয়েন রুনি। ম্যাচের ৯৪ মিনিটের সময় গোল করেন এ ইংলিশ স্ট্রাইকার। আর সেই গোলটি ঠাঁই করে নেয় ইতিহাসের পাতায়। কারণ কিংবদন্তি ববি চার্লটনের করা আগের রেকর্ড ছাড়িয়ে গেছেন এই গোলের মাধ্যমে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রুনির এটি ২৫০তম গোল। ঐতিহ্যবাহী এ ক্লাবটির পক্ষে সর্বাধিক ২৪৯ গোল করেছিলেন চার্লটন। এখন রুনিই হয়ে গেলেন সর্বকালের সেরা। এক প্রতিক্রিয়ায় রুনি জানান তিনি বিরাট মর্যাদার মনে করছেন এ রেকর্ডটিকে। তিনি মনে করেন এটা অনেক গর্বের অর্জন। চার্লটন নিজে মাঠে থেকে তার রেকর্ড ভেঙ্গে যেতে দেখেছেন। পরবর্তীতে ড্রেসিং রুমে গিয়ে রুনিকে অভিনন্দনও জানিয়েছেন। ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলো স্টোক সিটির নিজেদের মাঠ ব্রিটানিয়া স্টেডিয়াম। জুয়ান মাতার আত্মঘাতী গোলে শুরুতেই পিছিয়ে পড়া ম্যান ইউ আর সেটা পরিশোধ করতে পারছিল না। নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে ইনজুরি সময়ের খেলা চলছে। সে সময়ই গোল করলেন রুনি। দলকে পরাজয়ের হাত থেকে বাঁচালেন। কিন্তু ২২তম ম্যাচে ৮ নম্বর ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো ম্যান ইউকে। এই ড্রয়ের খপ্পরে পড়েই এখন পর্যন্ত শীর্ষে থাকা চেলসির চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে থেকে ৬ নম্বরে অবস্থান করছে রেড ডেভিলরা। আরেকটি ড্র যখন হতাশার সৃষ্টি করে গ্লানিময় করে তুলেছে রেড ডেভিল শিবির, তখনও সেটা নিয়ে খুব বেশি আলোচনা নেই। কারণ রুনি অসাধারণ এক রেকর্ডই গড়েছেন। গোলটির মাধ্যমে শুধু দলকে পরাজয় থেকেই বাঁচাননি, সর্বকালের গোলের রেকর্ড ভেঙ্গেছেন ক্লাবটির। ওল্ড ট্র্যাফোর্ডে এর আগে সর্বাধিক ২৪৯ গোল করেছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড চার্লটন। তার রেকর্ড এবারের ইংলিশ প্রিমিয়ার লীগের শুরুতেই ছুঁয়ে ফেলেছিলেন রুনি। বোর্নমাউথের বিরুদ্ধে লীগের উদ্বোধনী ম্যাচেই গোল করে সেই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। এ কারণে প্রায় নিশ্চিতই ছিল যে চলতি মৌসুমেই নতুন রেকর্ড গড়বেন রুনি। কিন্তু সেটা হয়নি নানাবিধ কারণে। নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। অধিকাংশ ম্যাচেই ছিলেন বদলি খেলোয়াড় এবং কিছু ম্যাচে পুরোপুরিই বাইরে থেকেছেন। সেই বদলি হয়েই এবার ইতিহাস সৃষ্টি করলেন ৩১ বছর বয়সী এ স্ট্রাইকার। এটি ছিল ইউনাইটেডের হয়ে তার ৫৪৬তম ম্যাচ। সে ম্যাচে ২৫০তম গোল পেয়ে গেলেন বদলি হিসেবে নেমে। ম্যাচের পর দারুণ উচ্ছ্বাস নিয়ে রুনি বলেন, ‘এটা নারকীয় ঘটনার চেয়ে বেশি কিছু। এটা সত্যিকারের একটা সম্মান এবং আমি খুবই গর্বিত বোধ করছি। যে খেলোয়াড়রা এই ক্লাবের হয়ে খেলেছেন তারা সবাই ছিল বিশ্বমানের। আমি এ ক্লাবের হয়ে খেলতে পেরে গর্বিত। আর এখন সর্বকালের সেরা গোলদাতা হওয়াটা অনেক বড় সম্মান।’ এই গোলেই যে ববি চার্লটনের রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস গড়েন ওয়েন রুনি। চলতি মৌসুমে প্রিমিয়ার লীগে এটা রুনির করা মাত্র দ্বিতীয় গোল। বোর্নমাউথের বিপক্ষে প্রথম গোলটি করেছিলেন টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই। রেড ডেভিলদের হয়ে ২৫০ গোলের ১৮০টি করেছেন তিনি ইংলিশ প্রিমিয়ার লীগে। ইউরোপিয়ান টুর্নামেন্টে করেছেন আরও ৩৯ গোল। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৩৬টি করেছেন নিজেদের মাঠে। এ্যাওয়ে ম্যাচে তার করা গোলের সংখ্যা ১০৬। এছাড়া ৮টি গোল করেছেন নিরপেক্ষ ভেন্যুতে। রুনি ডান পায়ে করেছেন ১৯৩ গোল। ২৭টি করেছেন বাঁ পায়ে। এছাড়া বাকি ৩০ গোল করেছেন হেডে। রুনির রেকর্ড গড়াটা নিজে উপস্থিত থেকে দেখেছেন ৭৯ বছর বয়সী চার্লটন। ম্যাচ শেষে অভিনন্দন জানিয়েছেন তাকে। এ বিষয়টি আরও বেশি উৎফুল্ল করেছে রুনিকে। তিনি বলেন, ‘যখনই কেউ এ ক্লাবের হয়ে সাক্ষর করে সে বুঝতে পারে তিনি (চার্লটন) কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। গোল করে তাকে পেছনে ফেলার বিষয়টি এমন যা আমি কখনও করতে পারব বলে ভাবিনি। তার প্রতি আমার সর্বোচ্চ সম্মান আছে। তিনি ড্রেসিং রুমে আমার কাছে এসে অভিনন্দন জানিয়েছেন। তাকে অনেক সন্তুষ্ট দেখাচ্ছিল।’ চার্লটন পরবর্তীতে এক প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রায় ৪০ বছর পেরিয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৪৯ গোলের সর্বশেষটি আমি করেছিলাম। সে কারণে আমার কাছে এটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল যে আমি ক্লাবটির সর্বকালের সর্বাধিক গোলদাতা। এ কারণে আমি মিথ্যা কথা বলব না যে রেকর্ড হারানোর কারণে আমার মধ্যে হতাশা কাজ করছে না। কিন্তু তবু আমি ওয়েনের জন্য বেশ উৎফুল্ল। ইতিহাসের বইয়ে জায়গা পাওয়ার উপযুক্ত সে।’
×