ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একাই ব্যালেন্স করে পথ চলবে বাইক

প্রকাশিত: ০৫:৪৯, ২৩ জানুয়ারি ২০১৭

একাই ব্যালেন্স করে পথ চলবে বাইক

বাইক চালানোর সময় ব্যালেন্স রেখে চালাতে হয়। নতুবা দুর্ঘটনা অনিবার্য। অনেক সময় বাইক চালকের কোন দোষ না থাকা সত্ত্বেও দুর্ঘটনার শিকার হতে হয়। সেই দুর্ভাবনা থেকে এবার কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে মোটরসাইকেল। লাসভেগাস সিইএস ২০১৭ শোতে মোটরসাইকেলের একটি নতুন ডামির প্রদর্শনী হয়। খবরে বলা হয়েছে এই বাইকে আপনি শুধু বসে থাকবেন। বাইক আপনা থেকেই ব্যালেন্স করে পথ চলবে। শুধু তাই নয়, পার্কিংয়ের জন্য আপনি হেঁটে কোথাও গেলে বাইক আপনাকে ফলো করবে এবং নিজে থেকেই পার্ক হবে। প্রদর্শনীতে দেখার পর অনেকেই বাইকটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। স্ট্যান্ড করার প্রয়োজন নেই এই বাইক। নিজে থেকেই দাঁড়িয়ে থাকবে। তবে এই মোটরসাইকেল ঠিক কবে থেকে বাজারে পাওয়া যাবে এ সংক্রান্ত কোনও খবর দেয়া হয়নি। আবার দাম নিয়েও কোনও ধারণা পাওয়া যায়নি। -ডিজিটাল স্পাই অবলম্বনে।
×