ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঘাস দিয়ে শিল্পকর্ম

প্রকাশিত: ০৫:৪২, ২৩ জানুয়ারি ২০১৭

ঘাস দিয়ে শিল্পকর্ম

আমাদের দেশে ঘাস সাধারণত গবাদি পশুর খাবার হিসেবে পরিচিত। কিন্তু এই ঘাসও অনেক সময় হয়ে উঠতে পারে শিল্প তৈরির উপাদান। সম্প্রতি হিদার এ্যাকড ও ড্যান হার্ভে নামের দুই ব্রিটিশ চিত্রশিল্পী ঘাস দিয়ে অন্যতম সেরা একটি শিল্পকর্ম তৈরি করে আলোচনায় এসেছেন। একটি সাদাকালো ছবির ওপর খুব সহজে ঘাসের রং লাগিয়ে এটিকে আরও প্রাণবন্ত করেছেন তারা। এ জন্য প্রথমে ছবিটিকে একটি ঘরের পাতলা দেয়ালের সঙ্গে সেঁটে দিয়েছেন হিদার এ্যাকড ও ড্যান হার্ভে। তারপর ছবিটির সারা শরীরে নানা রঙের ঘাস লাগিয়েছেন। এরপর একটু দূর থেকে প্রজেক্টরের সাহায্যে আলো ফেলেছেন ছবিটির ওপর। আলো এমনভাবে ফেলেছেন যাতে কোথাও আলোর তীব্রতা কম পড়ে, কোথাও বেশি। আবার কোথাও একেবারেই আলো ফেলা হয়নি। এভাবে কয়েকদিন ছবিটিকে বদ্ধ ঘরে রেখে দেয়া হয়। ছবিটি বের করার পর দেখা যায়, সাদাকালো এই ছবিটি অনন্য সুন্দর রং ধারণ করেছে। কোথাও হলুদ রঙ, কোথাও সবুজ আবার কোথাও সাদাকালো। এর ব্যাখ্যা হিসেবে এ্যাকড ও ড্যান হার্ভে বলেন, শিল্পকর্মের প্রতি আমাদের একটা আগ্রহ রয়েছে। আমরা বরাবরই চেয়েছি সৃজনশীল কিছু একটা করে দেখাতে। তাদের দাবি ঘাস দিয়ে এই ধরনের শিল্পকর্ম তৈরির ইতিহাস এই প্রথম। আর ঘাস দিয়ে শিল্পকর্ম তৈরিতে কোন খরচ নেই। এদিকে হিদার এ্যাকড ও ড্যান হার্ভের এই সৃজনশীলতার প্রতি অনেকেই আগ্রহ দেখিয়েছে। তাদের এই শিল্পকর্ম এখন অনেকেই চড়া দামে কিনতে চাইছে। -অডিটি সেন্ট্রাল অবলম্বনে
×