ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালয়েশীয় পররাষ্ট্রমন্ত্রী

১৬০ কোটি মুসলিমের দাবি অগ্রাহ্য করতে পারে না মিয়ানমার

প্রকাশিত: ০৫:৪১, ২৩ জানুয়ারি ২০১৭

 ১৬০ কোটি মুসলিমের দাবি অগ্রাহ্য  করতে পারে না  মিয়ানমার

কূটনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমার কখনই বিশ্বের ১৬০ কোটি মুসলিম জনগণের দাবি অগ্রাহ্য করতে পারে না বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান। এছাড়া মালয়েশিয়ায় জনশক্তি রফতানির ক্ষেত্রে সরকার থেকে সরকার পর্যায়ের পদ্ধতিতে বিভিন্ন সমস্যার সমাধান হবে বলে আশা করেছে উভয় দেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত পোল্যান্ডের অনাবাসী রাষ্ট্রদূত টমাস লুকাসজুক। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃহস্পতিবার ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বৈঠকে যোগ দেয়ার সময় সাইডলাইনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমানের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক বৈঠকে মিলিত হন। বৈঠকে মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার কখনই বিশ্বের ১৬০ কোটি মুসলিম জনগণের দাবি অগ্রাহ্য করতে পারে না। তাদের রোহিঙ্গা সমস্যার সমাধান করতেই হবে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে তিন লাখ রোহিঙ্গা রয়েছে। আরও নতুন করে এবার রোহিঙ্গা নাগরিক প্রবেশ করেছেন। আর এটা শুধু ধর্মীয় সংঘাতের বিষয় নয়, এটা একটি মানবাধিকারের বিষয়ও। তারা এই সমস্যা সমাধানে আসিয়ান, ওআইসি ও জাতিসংঘের বিশেষ ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে জনশক্তি রফতানির বিষয়ে আলোচনা করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সরকার থেকে সরকার পর্যায়ে জনশক্তি নেয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান হবে। এই পদ্ধতিতে অতীতের দুর্ভোগ লাঘব হবে। বাংলাদেশ এ বিষয়ে যথাযথ সহযোগিতা করবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীÑ পোল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত পোল্যান্ডের অনাবাসী রাষ্ট্রদূত টমাস লুকাসজুক। তারা দুইদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার জন্য আলোচনা করেন। এছাড়া বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যে উচ্চ পর্যায়ের সফরের বিষয়ে আলোচনা করেন। এ সময় পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে শাহরিয়ার আলমকে সেদেশে সফরের আমন্ত্রণ জানান টমাস লুকাসজুক।
×