ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আড়াইহাজারে প্রতিপক্ষের হামলা ॥ ভাংচুর আহত ১০

প্রকাশিত: ০৪:১৮, ২৩ জানুয়ারি ২০১৭

আড়াইহাজারে প্রতিপক্ষের  হামলা ॥ ভাংচুর  আহত ১০

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২২ জানুয়ারি ॥ আড়াইহাজারে আওয়ামী লীগের দু’টি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা ৬টি বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। হামলার ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৯টায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইল মোড়া উত্তরপাড়া এলাকায়। জানা গেছে, আওয়ামী লীগের সমর্থক নবী হোসেন ও লোকমান গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কয়েকবার হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে রবিবার সকালে একটি গ্রুপ তাদের প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা নবী হোসেন ও আবুল হোসেনের বাড়ির মালামাল লুটপাট করে। পরবর্তীতে হামলাকারীরা কবির হোসেন, বিল্লাল হোসেন, বাতেন ও আলী হোসেনের বাড়িতে হামলা চালায়। তারা ঐ বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা আবুল হোসেন, নবী হোসেন, বাতেন, মুঞ্জু, রিমন, মানছুরা, সুফিয়া ও আনোয়ারাকে আহত করে।
×