ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাতকড়া পরিয়ে নির্যাতন

এসআইসহ চার জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:১৮, ২৩ জানুয়ারি ২০১৭

  এসআইসহ চার জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ জানুয়ারি ॥ বাউফলের বগা পুলিশ ফাঁড়িতে আসামিকে হাতকড়া পরিয়ে নির্যাতনের ঘটনায় এসআই জসিম উদ্দিন খান ও কনস্টেবল আল মামুনসহ চারজনকে আসামি করে মামলা করা হয়েছে। নির্যাতিত ছালাম হাওলাদার বাদী হয়ে রবিবার পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলামের তৃতীয় আমলী আদালতে মামলাটি দায়ের করেন। নির্যাতিত ছালাম হাওলাদারের আইনজীবী জাহাঙ্গীর হোসেন জানান, আদলত বাদীর জবানবন্দী গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর বাজারে সরকারী জমিতে দোকানঘর নির্মাণে বাধা দেয়ায় ঘটনাকে কেন্দ্র করে বেল্লাল হোসেন ওরফে উজ্জ্বল চৌকিদার নামে এক ব্যক্তির দায়েরকৃত একটি মিথ্যা মামলায় গত ১৫ জানুয়ারি দুপুর দুটোর দিকে আবদুস ছালামকে মাধবপুর বাজার থেকে বগা ফাঁড়ির ইনচার্জ এসআই জসিম উদ্দিন খান গ্রেফতার করেন। এরপর তাকে বাউফল থানায় না পাঠিয়ে বগা ফাঁড়িতে নিয়ে যান এবং ২৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে তাকে নির্যাতন করা হবে বলে হুমকি দেন। পরের দিন ১৬ জানুয়ারি সকালে তার স্বজনরা দুই হাজার টাকা নিয়ে পুলিশ ফাঁড়িতে যান। কম টাকা দেখে ইনচার্জ ও এসআই জসিম উদ্দিন খান ক্ষুব্ধ হন। তিনি ছালামের হাতে লাগানো হাতকড়ার অপর অংশটি একটি চেয়ারের সঙ্গে লাগিয়ে তাকে লাঠি দিয়ে কোমরের নিচের অংশে এলোপাতাড়ি পেটান। পরে তিনি কনস্টেবল মামুনকে ডেকে তার হাতে লাঠি দিয়ে ছালামকে পেটাতে নির্দেশ দেন। এ খবর পরের দিন দৈনিক জনকণ্ঠসহ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হলে এসআই জসিম উদ্দিন খানকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ক্লোজড করা হলেও কনস্টেবল আল মামুনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। নির্যাতিত ছালাম হাওলাদারের দায়েরকৃত মামলার অন্য দুই আসামি হলেনÑ বেল্লাল হোসেন ওরফে উজ্জ্বল চৌকিদার ও নাসির উদ্দিন চৌকিদার।
×