ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাকুন্দিয়ায় নিখোঁজ স্ত্রীর মরদেহ উদ্ধার ॥ স্বামী পলাতক

প্রকাশিত: ০৪:১৮, ২৩ জানুয়ারি ২০১৭

পাকুন্দিয়ায় নিখোঁজ স্ত্রীর মরদেহ উদ্ধার ॥ স্বামী পলাতক

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২২ জানুয়ারি ॥ পাকুন্দিয়ায় নিখোঁজের এক সপ্তাহ পর রহিমা বেগম (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ সময় ওই গৃহবধূর সঙ্গে তার দুই মাস বয়সী নবজাতক শিশু থাকলেও তার কোন হদিস পাওয়া যাচ্ছিল না। শনিবার রাতে উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মীরারটেক থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে স্বামী নজরুল ইসলাম পলাতক রয়েছে। জানা যায়, উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পাবদা গ্রামের রহিমা বেগম কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। সাবেক স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর একই গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে নজরুল ইসলামের সঙ্গে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়লে মেয়েটির আত্মীয়রা বিয়ে করার জন্য নজরুলকে চাপ দেয়। অপরদিকে গত ২ মাস আগে রহিমার একটি ছেলে সন্তান হয়। গত ১০ জানুয়ারি চাপের মুখে নজরুল রহিমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়। এর তিন দিন পর ১৩ জানুয়ারি বেড়ানোর কথা বলে সন্তানসহ রহিমাকে নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু তিন দিন পর নজরুল বাড়ি ফিরে এলেও রহিমার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ জানান, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে।
×