ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডোমারে বেহাল সড়ক, সংস্কার হয়নি ৮ বছর

প্রকাশিত: ০৪:১৮, ২৩ জানুয়ারি ২০১৭

ডোমারে বেহাল সড়ক, সংস্কার হয়নি ৮ বছর

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার-গোমনাতী-চিলাহাটি ভায়া দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ যাওয়ার সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ ও এলজিইডি আওয়াতায় প্রায় ৩০ কিলোমিটার এই সড়কটি সংস্কারের অভাবে দিন দিন চলাচলে অযোগ্য হয়ে পড়ছে। বর্তমানে বিশাল বিশাল খানাখন্দকের ওপর দিয়ে যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। শনিবার ওই সড়কে সরেজমিনে গেলে পথচারী রেয়াজুল ইসলাম জানান, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন এই রাস্তাটি পাকাকরণ করা হয়েছিল। এরপর ২০০৮ সালে পুনরায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে পাকা সড়কটি সংস্কার করা হয়। এরপর এখন পর্যন্ত এই সড়কের দিকে কেউ ফিরেও তাকায় না। এলাকার জসিয়ার রহমান অভিযোগ করে বলেন, এই এলাকার সংসদ সদস্য আওয়ামী লীগের আফতাব উদ্দিন সরকার। তিনি ডোমার-ডিমলা আসনের এমপি হলেও ডোমার উপজেলার সড়কের বেহাল দশায় ফিরেও তাকান না। শুধু ডিমলা উপজেলার উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকেন। ডোমার-বোড়াগাড়ী-গোমনাতী হয়ে আমবাড়ী-চিলাহাটির সড়কটি, সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। এই সড়কের ১৫ কিলোমিটার চলাচলে অযোগ্য। এভাবেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ৃৃঅপরদিকে ডোমার হতে চিলাহাটি প্রবেশের দুটি প্রধান সড়ক থাকলেও ডোমার-মির্জাগঞ্জ হতে চিলাহাটি পর্যন্ত পাকা সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।
×