ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

প্রকাশিত: ০৪:১৭, ২৩ জানুয়ারি ২০১৭

রাজবাড়ীতে সড়ক  দুর্ঘটনায় মা-ছেলে  নিহত

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ২২ জানুয়ারি ॥ দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার কালীবাড়ি নামকস্থানে রবিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছে। এরা হলেন পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রামের হবিবুর রহমানের স্ত্রী সাজেদা বেগম (৫০) ও তার ছেলে রাজ্জাক ম-ল (৩৫)। জানা গেছে মা-ছেলে একটি মোটরসাইকেলে করে রাজবাড়ী শহরে যাবার সময় সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাকের মাঝে পড়ে গেলে ঘটনাস্থলেই তারা মারা যান। সিরাজগঞ্জে হেলপার স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, কামারখন্দে শনিবার রাতে বিয়ের বাস খাদে পড়ে বাসের হেলপার মনি (২৭) নিহত ও বরসহ ২৫ জন আহত হয়েছে। নিহত হেলপারের বাড়ি সদর উপজেলার জাড়িলা পোড়াবাড়ী গ্রামে। রাত সাড়ে ৮টায় উপজেলার আলোকদিয়াড় মোড় এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। বিয়ের একটি বাস উপজেলার বলরামপুর থেকে সদর উপজেলার সারটিয়া এলাকায় যাচ্ছিল। বাসটি আলোকদিয়াড় মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ফরিদপুরে ইজিবাইক চালক নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, রেল ইঞ্জিনের ধাক্কায় বাবু শেখ (৪৫) নামে এক ইজিবাইক চালক নিহত এবং ওই ইজিবাইকের চার যাত্রী আহত হয়েছে। রবিবার দুপুর দুইটার দিকে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের জ্ঞানদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানান, ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক পাশের অম্বিকাপুর ইউনিয়নের জ্ঞানদিয়া গ্রামে যাচ্ছিল। দুপুর দুইটার দিকে ইজিবাইকটি গেটবিহীন রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইন পরীক্ষার কাজে নিয়োজিত আমিরাবাদ রেল স্টেশন থেকে ফরিদপুরগামী একটি লাইন ইঞ্জিন ওই ইজিবাইকটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁওয়ে যুবক নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, ইট ভাঁটিতে মাটি নামানোর সময় মহেন্দ্র ট্রাক্টরের চাপায় সোহেল (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলায় রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহারি দুলালের ইটভাঁটিতে শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রুহিয়া থানার ঘনিবিষ্টপুর গ্রামের দবিরুল ইসলামের ছেলে। রাজশাহীতে কলেজছাত্র স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, পুঠিয়া উপজেলার ঝলমলিয়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শোভন ইসলাম (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। রবিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শোভনের অপর তিন বন্ধু আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শোভন রাজশাহী কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র এবং মহানগরীর ভদ্রা আবাসিক এলাকার অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলামের ছেলে। মেহেরপুরে চালক যশোর অফিস জানায়, মেহেরপুরের গাংনীতে পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আতিয়ার রহমান (৫৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার বিকেল মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চেংগাড়া মাঠের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার হোসেন হিরা ব্রিক্সের স্বত্বাধিকারী।
×