ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৬, ২৩ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

শরীয়তপুরে ঢাকা বিভাগীয় শিক্ষক সমাবেশ নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২২ জানুয়ারি ॥ রবিবার সদর উপজেলার আংগারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা জাতীয়করণ, শিক্ষক-কর্মচারীদের বার্ষিক ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা প্রদানসহ ন্যায়সঙ্গত দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতির ঢাকা বিভাগীয় এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম। বাংলাদেশ শিক্ষক সমিতির বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রব মুন্সী, সহ-সভাপতি বজলুর রহমান মিয়া, আঃ মান্নান মাতুব্বর, আলী আজগর হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাওছার আলী শেখ, শরীয়তপুর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ নুরুল আমিন রতন প্রমুখ। বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, সরকার আমাদের ন্যায্য দাবি না মেনে নিলে আগামীতে বৃহত্তর কর্মসূচী দেয়া হবে। সমাবেশে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ ৩ সহস্রাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। চুরির অভিযোগে দুই যুবককে গণধোলাই স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চারঘাটে ৩ প্যাকেট ব্যানসন সিগারেট চুরির অভিযোগে দুই যুবককে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। রবিবার দুপুরে উপজেলার নিমপাড়া ইউনিয়নের জাগীরপাড়া বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ জনরোষের হাত থেকে দুই যুবককে উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই চারঘাট-বাঘায় বৃদ্ধি পেয়েছে চুরি-ছিনতাই। মোটর সাইকেল, ভ্যানগাড়ি, অটোরিকশা, বাইসাইকেলসহ ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জনগণের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছিল। এরইমধ্যে রবিবার দুপুর দেড়টার দিকে চারঘাটের জাগীরপাড়া বাজারের মুদি ব্যবসায়ী আবুল কালাম আজাদের দোকানে চুরির ঘটনা ঘটে। নাটোর সদর এলাকার মোজাফফর হোসেনের ছেলে সানোয়ার হোসেন ও একই এলাকার মোবারক হোসেনের ছেলে পলাশ বিশ্বাস নামের দুই যুবক দোকানদারের অগোচরে ৩ প্যাকেট ব্যানসন সিগারেট চুরি করে। দোকানদার চুরি হওয়া সিগারেটসহ তাদের হাতেনাতে আটক করে। সংবাদ পেয়ে উত্তেজিত এলাকাবাসী দুই যুবককে গণধোলাই দিয়ে একটি ঘরে আটক রাখে। রূপগঞ্জে সংঘর্ষ গুলিবর্ষণ ॥ আহত ১২ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ২২ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি ব্যবসার টাকা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই গ্রুপের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ, ফাঁকা গুলিবর্ষণ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পথচারীসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার বলাইখাঁ এলাকায় ঘটে এ ঘটনা। জানা গেছে, বলাইখাঁ এলাকার কামাল হোসেনের সঙ্গে একই এলাকার শাহাদুল্লাহ জমির ব্যবসা করত। কয়েক মাস পূর্বেই তারা আলাদাভাবে জমির ব্যবসা শুরু করেন। পূর্বের জমির ব্যবসার টাকা ভাগভাটোয়ার নিয়ে তাদের দু’জনের মাঝে দ্বন্দ্ব চলে আসছিল। ওই দ্বন্দ্বকে কেন্দ্র করে গত শনিবার রাতে কামাল হোসেনের সালা ফয়সালের সঙ্গে শাহদুল্লার বাগ্বিত-া হয়। এক পর্যায়ে শাহাদুল্লাহকে চড়-থাপ্পড় মারে ফয়সাল। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে শাহাদুল্লাহ ও তার লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কামাল হোসেনের বাড়িঘরে হামলা চালায়। এ সময় কামাল হোসেনের লোকজনও আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালায়। এ সময় ৬ থেকে ৭টি ককটেল বিস্ফোরণ ও ৩ থেকে ৪ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে পথচারীসহ উভয় পক্ষের অন্ত ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কামাল হোসেন, আব্দুল্লাহ মিয়া, মঞ্জুর হোসেন, জামিলা বেগম, রাসেল মিয়া, ফয়সাল মিয়া, জজ মিয়া, স্মৃতি বেগম, শাহাদুল্লাহ, আবুল হোসেন, পথচারী ইব্রাহীম মিয়া, আমান উল্লাহকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নাশকতা ॥ জামায়াতের ৯ কর্মী জেলহাজতে স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ১০ম সংসদ নির্বাচনে সহিংসতার মামলায় জামায়াত-শিবিরের ৯ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। রবিবার জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমদের আদালতে ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ, নাশকতা, ভাংচুর, নির্বাচনী কর্মকর্তা ও কর্তব্যরত আনসার সদস্যদের ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক ৯ জামায়াত-শিবির কর্মী আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। কর্মীরা হলো আমির উদ্দীন, জুয়েল রানা, কামরুজ্জামান, আশিকুর রহমান, আব্দুল আউয়াল, ওবায়দুর রহমান, রবিউল হোসেন, ফয়সাল হাবিব ও সদরুল হক। বিচারক আবেদন নামঞ্জুর করে সকলকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পুলিশী প্রহরায় ৯ জনকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। সংঘর্ষে আহত যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২২ জানুয়ারি ॥ সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের পাঠানোছা গ্রামে বিরোধপূর্ণ জমি নিয়ে শনিবার বিকেলে সংঘর্ষ হয়। এতে মুসা মিয়া (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে দশটায় তার মৃত্যু হয়। মুসা ওই গ্রামের রহিম উদ্দিন আকন্দের ছেলে। পোশাক কারখানায় অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, সাভার, ২২ জানুয়ারি ॥ সাভারে একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। রবিবার সকাল পৌনে দশটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আনলিমা টেক্সটাইল গার্মেন্টসে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে ওই পোশাক কারখানার ডায়িং সেকশনের ফ্লোরে একটি মেশিনে হঠাৎ আগুন লাগে। ভারপ্রাপ্ত অধ্যক্ষের মুক্তি দাবি নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২২ জানুয়ারি ॥ সুন্দরগঞ্জ উপজেলার ইমামগঞ্জ ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডি.এম মাসুদার রহমান মুকুলকে পুলিশ মিথ্যা তথ্যের ভিত্তিতে হয়রানিমূলকভাবে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। রোববার তার পরিবার ও সহযোগীদের পক্ষ থেকে গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন রবিবার অবিলম্বে তার মুক্তি ও প্রতিকারের দাবি জানানো হয়।
×