ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগমারায় মা-ছেলে হত্যার দুই বছরেও দাখিল হয়নি চার্জশীট

প্রকাশিত: ০৪:১৬, ২৩ জানুয়ারি ২০১৭

বাগমারায় মা-ছেলে হত্যার দুই বছরেও দাখিল হয়নি চার্জশীট

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারা উপজেলায় চাঞ্চল্যকর মা ও ছেলে হত্যাকা-ের দুই বছর পেরিয়ে গেলেও চার্জশীট দাখিল করতে পারেনি পুলিশ। হত্যাকা-ের পর চারদফা তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হলেও মূল হোতারা এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। প্রথম পর্যায়ে থানা পুলিশ মামলাটির রহস্য অনুসন্ধানে ব্যর্থ হলে শেষ পর্যন্ত বিশেষায়িত তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তর করা হয়। এরপর হত্যাকা-ে অংশ নেয়া তিনজন গ্রেফতার হলেও মূল আসামি এখনও রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার বাসুপাড়া ইউপির দেউলা গ্রামে ২০১৪ সালের ২৩ নবেম্বর মা আকলিমা খাতুন (৪৫) ও ছেলে জাহিদুল ইসলাম (২৫) নিজ ঘরে খুন হন। দুজনকেই গলা কেটে হত্যা করা হয়। পরদিন সকালে মা ও ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। এর পরপরই বাগমারা থানায় মামলা করেন নিহত আকলিমার আরেক ছেলে দুলাল হোসেন। মামলাটি গত বছরের নবেম্বরে পিবিআই রাজশাহীর দফতরে পাঠানো হয়। এরপর থেকে এ পর্যন্ত তিনজন গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতরা হত্যাকা-ের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার বাদী দুলাল হোসেন অভিযোগ করেন, পুলিশ তদন্তের নামে মূল আসামিকে রক্ষার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে এ পর্যন্ত তিনি কোন সন্তোষজনক সাড়া পাননি বলে জানিয়েছেন। পিবিআই সূত্রে জানা যায়, গত বছরের ২০ ডিসেম্বর জেলার দুর্গাপুর উপজেলার পাঁচজনকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে নিহত জাহিদুলের মোবাইল পাওয়া যায়। পাঁচজনের মধ্যে তিনজন লক্ষ্মীপুর গ্রামের আবদুর রাজ্জাক (২৮), শ্যামপুরের আবদুল্লাহ আল কাফি (২০), মনিরুল ইসলাম (২৭) খুনে জড়িত থাকার কথা স্বীকার করে ২০ ডিসেম্বর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলাটির বাদী দুলাল উদ্দীন অভিযোগ করেন, ঘটনার ২ বছর পার হলেও মামলাটির চার্জশীট দাখিল করতে পারেনি পুলিশ। বরং একটিপক্ষ মামলার বাদী দুলালকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এ নিয়ে থানায় লিখিত অভিযোগও করেন বাদী। এ ব্যাপারে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বলেন, মামলাটির তদন্ত কাজ শেষ না হওয়ায় চার্জশীট দাখিল করতে বিলম্ব হচ্ছে। তবে খুব শীঘ্রই আদালতে চার্জশীট দাখিল করা হবে বলে জানান তিনি।
×