ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সন্তানকে ফিরিয়ে দিতে মায়ের আর্তি

প্রকাশিত: ০৪:১৪, ২৩ জানুয়ারি ২০১৭

সন্তানকে ফিরিয়ে দিতে মায়ের আর্তি

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২২ জানুয়ারি ॥ সুন্দরগঞ্জে পুলিশের হাতে আটক সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের ওয়ার্ড সদস্য ডিশ ব্যবসায়ী নিখোঁজ রেজাউল ইসলাম লিটনকে ৯ দিনেও থানায় বা আদালতে হাজির করা হয়নি। এব্যাপারে পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করতে গেলেও সুন্দরগঞ্জ থানা পুলিশ তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। তার কোন সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার-পরিজন। রেজাউল ইসলাম লিটনের অসহায় মা আম্বিয়া খাতুন রবিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা ও থানা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেয়াসহ এর প্রতিকার দাবি করেছেন। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ১৪ জানুয়ারি ময়েজ মিয়ার হাট এলাকা থেকে সুন্দরগঞ্জ থানার এসআই ইজার আলী ও গোলাম মোস্তফা কোন মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই অজ্ঞাত কারণে রেজাউল ইসলাম লিটনকে আটক করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় বার বার যোগাযোগ করেও ওইদিন থেকেই নিখোঁজ লিটনের এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।
×