ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে অনুমোদনহীন অটোরিক্সার চালক কিশোর

প্রকাশিত: ০৪:১৩, ২৩ জানুয়ারি ২০১৭

ময়মনসিংহে অনুমোদনহীন অটোরিক্সার চালক কিশোর

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহে অনুমোদন ছাড়াই চলছে শত শত অবৈধ অটোরিক্সা! স্থানীয় প্রশাসনের নাকের ডগায় চলাচলকারী এসব অটোরিক্সার বেশিরভাগই চালকই শিশু-কিশোর। ফলে প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। অথচ এটি দেখার কেউ নেই! স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ পৌরসভার তালিকাভুক্ত অটোরিক্সা রয়েছে মাত্র ৭২০টি। একুশ দশমিক ৭৩ বর্গকিলোমিটার আয়তনের ময়মনসিংহ পৌরসভায় প্রতিদিন গড়ে ১০ হাজারের বেশি অটোরিক্সা চলাচল করছে। এসব কোন অটোরিক্সারই নেই কোন লাইসেন্স কিংবা রেজিস্ট্রেশন নম্বর। বিআরটিএর স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইঞ্জিনচালিত এসব অটোরিক্সার রাস্তায় চলাচলের কোন বৈধতা কিংবা রুট পারমিট নেই। মোটরযান আইনের মারপ্যাচের কারণে ময়মনসিংহ পৌরসভা থেকেও অটোরিক্সার জন্য কোন লাইসেন্স দিতে পারছে না। ফলে ময়মনসিংহ শহরে পৌরসভা কিংবা বিআরটিএ’র অনুমোদন ছাড়াই অবৈধভাবে চলাচল করছে এসব অটোরিক্সা। অবৈধ অটোরিক্সার কারণে শহরে যানজট বেড়ে ভয়াবহ রূপ নিয়েছে। যানজটের কারণে প্রতিদিন অচল হয়ে পড়ছে ময়মনসিংহ শহর। শহরের ব্যস্ততম চরপাড়া মোড়, গাঙিনাপাড় মোড়, জিলা স্কুল মোড়, টাউনহল মোড়, পাটগুদাম ব্রিজ মোড়সহ বাণিজ্যিক সড়কগুলোতে যানজটের কারণে চলাই দায় হয়ে পড়েছে। আর চালকদের খেয়ালখুশি ভাব আর অদক্ষতার কারণে বাড়ছে দুর্ঘটনা। প্রতিদিনই শহরের কোন না কোন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাচ্ছে অটোরিক্সা। আরোহীদের অভিযোগ-চালকদের অদক্ষতার কারণেই ঘটছে এ দুর্ঘটনা। অটোরিক্সা চালকদের বেশিরভাগই শিশু-কিশোর হওয়ায় এই দুর্ঘটনার হার বাড়ছে জামিতিক হারে। ময়মনসিংহ ট্রাফিক বিভাগের দাবি প্রতিদিনই আটক করা হচ্ছে অনুমোদনবিহীন অবৈধ অটোরিক্সা। কিন্তু নানা তদবিরের কারণে তা ছেড়ে দিতে হচ্ছে। ফলে ময়মনসিংহ শহরে অবৈধ অটোরিক্সা এখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। স্থানীয় প্রশাসনের সূত্রগুলোর দাবি রাজনৈতিক উদ্যোগ ছাড়া অটোরিক্সার সমস্যা সমাধান কঠিন।
×