ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এন্টার্কটিকায় হিমবাহের ফাটল ৬ মাইল বেড়েছে

প্রকাশিত: ০৪:০৮, ২৩ জানুয়ারি ২০১৭

এন্টার্কটিকায় হিমবাহের ফাটল ৬ মাইল বেড়েছে

এ্যান্টার্কটিকার হিমবাহে বরফের ফাটল বেড়েই চলেছে। দ্রুতই গলছে হিমবাহ। জমাট ‘বরফ-সাম্রাজ্যে’ ফাটল ধরেছিল অনেক আগেই। এখন সে ফাটল যে হারে বাড়ছে তাতে বিজ্ঞানীরা অবাক। খবর ইউএসএ টুডের। থরে থরে সাজানো বরফের চাদরে (হিমবাহ) মোড়া এ্যান্টার্কটিকা। সেখানেই সবচেয়ে বড় আর সবচেয়ে পুরু বরফ ‘লারসেন-সি’ আইস-শেল্ফে ফাটল ধরেছে এক শ’ মাইল দীর্ঘ এলাকাজুড়ে। জানুয়ারির প্রথম দু’সপ্তাহেই ওই ফাটল আরও ছয় মাইল বেড়েছে। ‘লারসেন-সি’ আইস-শেল্ফের ফাটল গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে বেড়ে গিয়েছিল ১১ মাইল। এক মাসেরও কম সময়ে এ্যান্টার্কটিকার সবচেয়ে বড় ও পুরু বরফের চাদরে কম করে ১৭ মাইলের ফাটল দেখা গেছে। এ ফাটল ধরা মানেই সে ফাটলের ফাঁক দিয়ে সূর্যালোক প্রবেশ করবে। ঢুকবে প্রচুর পরিমাণে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড গ্যাস, যার ফলে ওই জমাট বরফ গলতে শুরু করবে। এ্যান্টার্কটিকার জমাটবাঁধা ‘বরফ-সাম্রাজ্য’ ভরে পানিতে আর তা এ্যান্টার্কটিকার মানচিত্রে বড় ধরনের পরিবর্তন দেখা দেবে। পৃথিবীর মহাসাগরগুলোর পানির স্তর কম করে হলেও আরও চার ইঞ্চি বাড়বে। ফলে মহাসাগরসংলগ্ন বহু এলাকা ও দেশ অদূর ভবিষ্যতে চলে যেতে পারে গভীর সমুদ্রের তলায়। সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আদ্রিয়ান লুকমানের নেতৃত্বে একটি ব্রিটিশ গবেষক দলের গবেষণায় এ্যান্টার্কটিকার ‘বরফ-সাম্রাজ্যে’ অপ্রত্যাশিত গতিতে ফাটল বেড়ে যাওয়ার তথ্য প্রমাণিত হয়েছে। গবেষকরা বড় ধরনের ফাটল ধরার তথ্য ও ছবি সংগ্রহ করেছিলেন মহাকাশে পাঠানো নাসার বিভিন্ন উপগ্রহের মাধ্যমে। গবেষণার মূল গবেষক আদ্রিয়ান লুকমান লিখেছেন, মহাসাগরগুলোর পানির স্তরের সমান্তরালেই রয়েছে এ্যান্টার্কটিকার ওই সবচেয়ে বড় আর সবচেয়ে পুরু বরফের হিমবাহ ‘লারসেন-সি আইস-শেল্ফ’।
×