ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইন সংস্কার করে প্রবৃদ্ধি ১০ শতাংশে নেয়া সম্ভব

প্রকাশিত: ০৪:০৪, ২৩ জানুয়ারি ২০১৭

আইন সংস্কার করে প্রবৃদ্ধি ১০ শতাংশে নেয়া সম্ভব

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্বাধীনতার পর বাংলাদেশে বেসরকারী খাতে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু এসময় ব্যবসায়ীদের হাত-পা বাঁধা ছিল। দেশের প্রবৃদ্ধি আরও বাড়ানোর স্বার্থে সে হাত-পা এবার খুলে দেয়া হবে। এ লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) একটি পরিকল্পনা হাতে নিয়েছে। রবিবার রাজধানীতে ব্যবসা সহজীকরণ সংক্রান্ত এক সভা শেষে বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনা ডুয়িং বিজনেস সংক্রান্ত এক প্রস্তুতি সভায় উদ্বোধন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ডুয়িং বিজনেস সংক্রান্ত কমিটির প্রিন্সিপাল কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান, ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ইউনুসুর রহমান প্রমুখ। কাজী এম আমিনুল ইসলাম বলেন, ব্যবসা সহজীকরণ করার স্বার্থে ১৮টি মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন সংস্থা দ্রুত গতিতে কাজ করছে। বিভিন্ন আইন ও রুলস সংস্কার করলে এখন যে প্রবৃদ্ধি আছে তার বাড়ানো সম্ভব।
×