ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খেলাপী ঋণ হ্রাসে মতামত চায় বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০৪:০৩, ২৩ জানুয়ারি ২০১৭

খেলাপী ঋণ হ্রাসে মতামত চায় বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ খেলাপী ঋণ হ্রাসে সুনির্দিষ্ট মতামত ও কর্মপন্থা দিতে হবে ব্যাংকগুলোকে। রবিবার সরকারী-বেসরকারী ৮ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। খেলাপী ঋণ কমিয়ে আনার কৌশল হিসেবে ব্যাংকগুলোর সঙ্গে পরীক্ষামূলক এ বৈঠকের আয়োজন করে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের বিশেষ স্টাডিজ সেল। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত। বৈঠকে প্রত্যেক ব্যাংক থেকে একজন ডিএমডির নেতৃত্বে দুই থেকে তিন সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। জানা গেছে, বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে শীঘ্রই ব্যাংকগুলোর কাছে চিঠি দিয়ে খেলাপী ঋণ কমিয়ে আনার প্রক্রিয়া ও মতামত চাইবে বাংলাদেশ ব্যাংক। এটি ফলপ্রসূ হলে পর্যায়ক্রমে অন্য ব্যাংকগুলোর সঙ্গেও বৈঠক করা হবে। জানা গেছে, ব্যাংকিং খাতে প্রতি প্রান্তিকেই বাড়ছে খেলাপী ঋণ। বর্তমানে এক-তৃতীয়াংশ ব্যাংকের খেলাপী ঋণের হার অস্বাভাবিক মাত্রায় রয়েছে। এ তালিকায় সরকারী, বেসরকারী ও বিদেশী সব খাতের ব্যাংকই রয়েছে। এসব ব্যাংকের কারণেই সার্বিক খেলাপী ঋণের হার দুই অঙ্কেরও বেশি রয়েছে, যা নিয়ে সর্বমহলেই দুশ্চিন্তা বাড়ছে। এজন্য খেলাপী ঋণের লাগাম টানার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগের অংশ হিসেবে রবিবার সরকারী ও বেসরকারী খাতের ৮টি ব্যাংকের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। এগুলো হলোÑ সরকারী খাতের জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক এবং বেসরকারী খাতের ডাচ্-বাংলা ব্যাংক, উত্তরা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ্ ব্যাংক ও এক্সিম ব্যাংক। মূলত বৈঠকে এসব ব্যাংকের খেলাঈ ঋণ কিভাবে কমিয়ে আনা যায় এবং নতুন করে যাতে তাদের খেলাপী ঋণ আর না বাড়ে তার জন্য সুনির্দিষ্ট মতামত চায় বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের এক কর্মকর্তা বলেন, এটি ছিল একটু ভিন্ন আঙ্গিকের বিশেষ বৈঠক। এতে ব্যাংকগুলোর খেলাপী ঋণ কমিয়ে আনার ওপর জোর দেয়া হয়েছে। বিশেষ করে ঋণ আদায় জোরদার করা, ঋণ পুনঃতফসিল ও পুনর্গঠনের বিদ্যমান আইন যথাযথভাবে পরিপালন করার কথা বলা হয়েছে। এছাড়া নতুন করে তাদের খেলাপী ঋণ যেন আর না বাড়ে সেজন্য যাচাই-বাছাই করে ঋণ বিতরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপী ঋণ দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৩১ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ১০ দশমিক ৩৪ শতাংশ। এর আগের প্রান্তিক জুন শেষে ছিল ৬৩ হাজার ৩৬৫ কোটি টাকা। ফলে জুলাই থেকে সেপ্টেম্বর এ তিন মাসেই খেলাপী ঋণ বেড়েছে প্রায় দুই হাজার ৩৬৬ কোটি টাকা।
×