ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরাসরি ভোট চায় এফবিসিসিআই সদস্যরা

প্রকাশিত: ০৪:০২, ২৩ জানুয়ারি ২০১৭

সরাসরি ভোট চায়  এফবিসিসিআই  সদস্যরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নির্বাচন পদ্ধতি সংস্কার ও সরাসারি ভোটের দাবিতে মাঠে নেমেছেন এফবিসিসিআইয়ের সাধারণ সদস্যরা। এলক্ষ্যে রাজধানীতে বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে মিলিত হচ্ছেন ব্যবসায়ী নেতারা। রবিবার রাজধানীর ঢাকা ক্লাবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্টস ফোরাম। সাবেক প্রথম সহসভাপতি আবুল কাশেম আহমেদকে প্রেসিডেন্ট ও সাবেক সহসভাপতি মোঃ হেলালউদ্দিনকে সদস্যসচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অন্য সদস্যরা হলেন, কামাল উদ্দিন, মোহাম্মদ আলী, মোঃ জসিম উদ্দিন, মনোয়ারা হাকিম আলী, দেওয়ান সুলতান আহমেদ, আবু আলম চৌধুরী, মোস্তফা আজাদ চৌধুরী বাবু, কাজী শফিকুল ইসলাম প্রমুখ। এ প্রসঙ্গে মোঃ জসিম উদ্দিন জনকণ্ঠকে বলেন, এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্টসদের যেমন একটি ফোরাম রয়েছে ঠিক তেমনি সাবেক সহসভাপতিদের একটি ফোরাম করা হলো। শুধু নির্বাচন নয়, ব্যবসা-বাণিজ্য এবং অর্থনীতির স্বার্থে যেকোন ইস্যুতে এই ফোরাম আলাপ-আলোচনা করবে। প্রয়োজন হলে সরকারের সঙ্গে ইস্যুভিত্তিক আলোচনা করবে ভিপি ফোরাম। তিনি বলেন, এটি একটি ভাল ফোরাম হয়েছে। এদিকে, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমানকে রবিবার রাতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি নাসিব। রাজধানীর বিজয়নগরের হোটেল ৭১এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারীখাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা নির্বাচিত হওয়ায় তাঁকে এই সংবর্ধনা দেয়া হয় বলে জানা গেছে। ওই অনুষ্ঠানে দেশের বিভিন্ন এ্যাসোসিয়েশন ও চেম্বার নেতারা অংশগ্রহণ করেন। এছাড়া সম্প্রতি দেশের কয়েকজন শীর্ষ ব্যবসায়ী নেতার বাসায়ও ঘরোয়া পার্টি দেয়া হয়।
×